পঞ্চমীতেই মানুষের ঢল প্যান্ডেলে প্যান্ডেলে! সিপি বললেন, কোথাও অনিয়ম হলে দায়ী থাকবেন উদ্যোক্তারাই

পঞ্চমী থেকেই ভিড় প্যান্ডেলে প্যান্ডেলে। শুরু হয়ে গিয়েছে ঠাকুর দেখার ধুম। লাইন করে প্রতিমাদর্শনে ঢুকছেন সকলে। কখনও আবার মণ্ডপসজ্জা দেখতে কয়েক মিনিট দাঁড়াচ্ছেন। তুলছেন ছবি, নিজস্বী। সেই আবহেই ভিড় নিয়ন্ত্রণ নিয়ে উদ্যোক্তাদের সতর্ক করলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। জানালেন, কোথাও কোনও অনিয়ম হলে দায়ী থাকবেন উদ্যোক্তারাই।

মনোজের বক্তব্য, পুজোর পাঁচ দিন শহরের বড় পুজোগুলিতে মাত্রাছাড়া ভিড় হয়। কোথাও কোথাও মণ্ডপসজ্জা কিংবা ভিডিয়ো দেখতে দু’তিন মিনিট দাঁড়িয়ে পড়ছেন অনেকেই। মনোজ বলেন, ‘‘এ ভাবে ভিড় দাঁড়িয়ে গেলে বিপদ হতে পারে। ভিড়ের মাঝে অনেকে দাঁড়িয়ে পড়লে তার বিপুল প্রভাব পড়ে। পুলিশের সঙ্গে উদ্যোক্তাদেরও দায়িত্ব আছে। যা করতে হবে নিয়ম মেনে করতে হবে। সুরক্ষার সঙ্গে কোনও রকম আপস করা হবে না। পুজো উদ্যোক্তাদের অনেক বার এ কথা বোঝানো হয়েছে।’’ এর পরেই কলকাতার সিপি জানিয়েছেন, কোনও পুজো কমিটি নিয়ম না মানলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। কোনও রকম অঘটন হলে উদ্যোক্তারাও দায়ী থাকবেন।

উল্লেখ্য, পুজোয় নিরাপত্তা থেকে শুরু করে প্রশাসনিক, আইনি— সব রকম নির্দেশিকা মেনে চলা নিশ্চিত করতে বিভিন্ন পুজো কমিটির উদ্যোক্তাদের নিয়ে চলতি মাসের শুরুতে আগেভাগেই বৈঠকে বসেছিল কলকাতা পুলিশ। শহরের বাছাই করা পুজোগুলির উদ্যোক্তারা ছাড়াও সেই বৈঠকে ছিলেন বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা সিইএসসি, দমকল দফতর, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং পুরসভার আধিকারিকেরা। সেখানেও বার্তা দেওয়া হয়েছিল, সব পক্ষের সক্রিয় সহযোগিতার মাধ্যমেই দুর্গাপুজো শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করা সম্ভব। সঙ্গে জানানো হয়েছিল, আদালতের নির্দেশিকা এবং প্রশাসনিক বিধিনিষেধ না মানলে কড়া পদক্ষেপ করা হবে। এ বার পঞ্চমীতে ভিড় সামলাতে পুজো উদ্যোক্তাদের ফের সে কথা মনে করিয়ে দিলেন মনোজ।

সেই অর্থে পুজো এখনও শুরু হয়নি। রবিবার ষষ্ঠী। কিন্তু পঞ্চমীর সন্ধ্যা থেকেই মানুষের ঢল নেমেছে সন্তোষ মিত্র স্কোয়্যার, সুরুচি সঙ্ঘ, কাশী বোস লেন, দেশপ্রিয় পার্ক, নাকতলা উদয়ন সঙ্ঘের মতো পুজো চত্বরে। শ্রীভূমি স্পোর্টিং, হিন্দুস্থান পার্ক, বালিগঞ্জ কালচারাল থেকে শুরু করে হাতিবাগান, বাগবাজার, টালা চত্বরের একাধিক পুজোতেও বহু মানুষের ভিড়। তবে দক্ষিণের পুজোগুলিতে ভিড় উত্তরের তুলনায় খানিক কম। তা ছাড়া, কলকাতা জুড়ে ট্র্যাফিকও মোটামুটি সচল। ভিড়ের কারণে কোথাও কোথাও গাড়িঘোড়ার গতি কমলেও সে রকম যানজট আপাতত নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.