বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা মার্কিন সেনাঘাঁটিগুলির কর্তাদের জরুরি বৈঠকে তলব করল পেন্টাগন। সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, মার্কিন প্রতিরক্ষা সচিব (নতুন পরিচয়, যুদ্ধসচিব) পিট হেগসেথ আগামী সপ্তাহে ভার্জিনিয়া প্রদেশের কোয়ান্টিকোতে আয়োজিত বৈঠকে যোগ দেওয়ার বার্তা পাঠিয়েছেন সেনা কমান্ডারদের কাছে।
পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক নেতৃত্বকে এক স্থানে বৈঠকে জড়ো করার ঘটনা পেন্টাগনের ইতিহাসে বিরল। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়, স্বল্প সময়ের নোটিসে হেগসেথ কেন মার্কিন ফৌজের জেনারেল ও অ্যাডমিরালদের এক জায়গায় বৈঠকে ডেকেছেন, তা পরিষ্কার নয়। জল্পনা, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার নতুন কোনও সামরিক নীতি সংক্রান্ত সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন ওই বৈঠকে।
পেন্টাগনের মুখপাত্র শন পারনেল শুক্রবার জানান, আগামী সপ্তাহের শুরুতে সিনিয়র সামরিক কর্তাদের সঙ্গে বৈঠক করবেন হেগসেথ। তবে বৈঠকের আলোচ্যসূচি নিয়ে কিছু বলেননি তিনি। বুধবার আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর আট মাসের নীতি থেকে সরে এসে প্রকাশ্যে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে মদত দেওয়ার কথা ঘোষণা করেছেন। চলতি মাসের গোড়ায় চিনের তিয়েনজিনে শাংহাই কো-অপারেশন অর্গানাইজ়েশন (এসসিও) শীর্ষ সম্মেলনের পর ‘ভারত-রাশিয়া-চিন অক্ষ’ নিয়ে উষ্মা প্রকাশ করেছিল ওয়াশিংটন। তার পরে জাপানের বিরুদ্ধে চিনের যুদ্ধজয়কে স্মরণীয় করে রাখতে বেজিঙে সামরিক কুচকাওয়াজের শি জিনপিং, ভ্লাদিমির পুতিন এবং কিম জং-উনকে একমঞ্চে দেখে কটাক্ষ করেছিলেন ট্রাম্প। তার পরেই আমেরিকার প্রতিরক্ষা দফতরের নাম বদলে ‘যুদ্ধ দফতর’ করেছেন তিনি। এ বার ট্রাম্প সরকার নতুন পদক্ষেপ কী হতে পারে, তা নিয়ে দানা বেঁধেছে জল্পনা।