পূর্ব মেদিনীপুর জেলায় দুঃসাহসিক ডাকাতির পর মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির খাজরাতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহক সেবা কেন্দ্রে ডাকাতির চেষ্টার সময় দুজনকে হাতেনাতে ধরে ফেলল পুলিশ।

মঙ্গলবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার খাজরা এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহক সেবা কেন্দ্রে টাকা জমা দেওয়ার নাম করে প্রবেশ করে দুই হিন্দিভাষী ব্যাক্তি। হিন্দিতে কথা বলা শুরু করে অ্যাকাউন্টে টাকা পাঠানোর কথা বলেন কেন্দ্রের পরিচালককে। ব্যাঙ্ক কর্তৃপক্ষের সন্দেহ হলে গোপনে তিনি ওই এলাকায় উপস্থিত এক সিভিক পুলিশকে ফোন করে বিষয়টি জানান। ওই সিভিক এসে ব্যাঙ্কের গেট লাগানোর চেষ্টা করলে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দু’জন। ওদের পেছনে ধাওয়া করে স্থানীয়দের তৎপরতায় দু’জনকে ধরে ফেলে এলাকাবাসীরা। খবর দেওয়া হয় কেশিয়াড়ী থানায়। কেশিয়াড়ি থানার আইসি বিশ্বজিৎ হালদারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় উপস্থিত হয়ে জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে কেশিয়াড়ি থানায় নিয়ে যান।
তবে পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার পূর্ব মেদিনীপুরে ডাকাতির পরে পুলিশের কাছে আগে থেকেই মোট চারজন অপরাধীর ছবি ছিল। যারা বিভিন্ন ডাকাতির সঙ্গে যুক্ত। তাদের সন্ধানও চালাচ্ছিল পুলিশ। তার মধ্যে মঙ্গলবার কেশিয়াড়িতে পুলিশের হাতে ধরা পড়লো দু’জন। বাকি দুজনের সন্ধান চালাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ।
পাশাপাশি সোমবার পূর্ব মেদিনীপুরে ডাকাতির ঘটনার সঙ্গে এরা যুক্ত কিনা তার সন্ধান চালাচ্ছে পুলিশ। পাশাপাশি যে বাইকে করে এই দুই ব্যক্তি এসেছিল সেই বাইকটি কার এবং কোথা থেকে এল তাও তদন্ত করে দেখছে পুলিশ।