পূর্ণাঙ্গ রাজ্যের দাবিতে লাদাখে গত কয়েক দিন ধরে চলতে থাকা শান্তিপূর্ণ আন্দোলন বুধবার হিংসাত্মক রূপ ধারণ করল। আন্দোলনকারীদের মধ্যে আমরণ অনশনরত কয়েকজনকে মঙ্গলবার রাতে স্বাস্থ্যের অবনতির কারণে হাসপাতালে ভর্তি করার পরেই লেহ এপেক্স বডির যুব সংগঠন হিংসাত্মক হয়ে ওঠে। তাতে পুলিশ ও নিরাপত্তা রক্ষীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ৭০ জন।
কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে প্রশাসনের তরফে কারফিউ জারি করা হয়েছে। লেহ এপেক্স বডির যুব সংগঠনের দাবি, সংবিধানের ষষ্ঠ তফশিল অনুসারে পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে গঠন করতে হবে লাদাখকে।
বুধবার উত্তেজিত জনতা রাজধানীর লেহের বিজেপি অফিস ভাঙ্গচুর করে আগুন ধরিয়ে দেয়। প্রচুর সংখ্যায় পুলিশের গাড়িতে ভাঙ্গচুর করে ও আগুন জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা। পুলিশের সঙ্গে দফায় দফায় খন্ড যুদ্ধ চলে তাদের। পুলিশ আন্দোলনকারীদের দমন করতে লাঠিচার্জ করে টিয়ার গ্যাসের সেল ফাটায়। এরপর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়।
গত ১০ সেপ্টেম্বর থেকে লেহ এপেক্স বডির যুব সংগঠনের ১৫ সদস্য অমরণ অনশন করছেন। বুধবার পর্যন্ত ১০ জন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পরিবেশ আন্দোলনকারী এবং লাদাখের রাজ্য ঘোষণা দাবিদার সোনাম ওয়ান চুক এই আন্দোলনে শামিল হয়েছেন। তবে তিনি হিংসা পরিহার করার আর্জি জানিয়েছেন।
স্থানীয় বিধায়ক ন্যাশনাল কনফারেন্সের তানভির সিদ্দিকি সংবাদ সংস্থার কাছে কেন্দ্রীয় সরকার ও বিজেপি নেতৃত্বের সমালোচনা করে বলেছেন, এটা দুর্ভাগ্যের যে কোনো কিছুই সঠিকভাবে সমাধান করা হচ্ছে না। হিংসাত্মক আন্দোলনের প্রতিবাদে তিনি অনশন প্রত্যাহার করেছেন। লাদাখের আন্দোলনকে সেখানকার মানুষের রাগের বহিঃপ্রকাশ বলে বর্ণনা করেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ।