প্রেমের সম্পর্কের জেরে খুন। রাস্তা থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগে ওঠে প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে গতকাল রাত আনুমানিক দশটা নাগাদ। মৃতার নাম অনুষ্কা মন্ডল (১৫) ও অভিযুক্তের নাম শুভ মন্ডল (১৯)।

সূত্রের খবর, তাহেরপুর থানার অন্তর্গত শ্যামনগর এলাকায় মেয়েটি রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় তার প্রেমিক তাকে ডেকে নিয়ে যায়। এরপরই বচসায় জড়িয়ে যায় দু’জন। অভিযোগ, এর পরই মেয়েটিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ছেলেটি। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে মেয়েটি। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি।
পুলিশ সূত্রে জানা যায়, তাহেরপুর থানার অন্তর্গত শ্যামনগর এলাকায় তাদের দু’জনের বাড়ি। অভিযোগ, তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু মেয়েটি প্রেম প্রত্যাখ্যান করায় অভিমানে ছেলেটি মেয়েটিকে খুন করে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল ছড়িয়ে পড়ে এলাকায়। যদিও এই ঘটনার পর পরিবারে পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয় তাহেরপুর থানায়। অভিযোগের ভিত্তিতে ঘন্টাখানেকের মধ্যেই অভিযুক্ত ছেলেটিকে গ্রেপ্তার করে পুলিশ।