ISIS, Ranchi, এসএসসি পরীক্ষার্থী সেজে লজে লুকিয়ে ছিল, রাঁচি থেকে গ্রেপ্তার আইএসআইএস জঙ্গি

 রাঁচি শহরের লোয়ার বাজার থানার অন্তর্গত ইসলাম নগর এলাকার একটি টুরিস্ট লজ থেকে এক সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। সরকারি চাকরির পরীক্ষার্থী সেজে লুকিয়ে ছিল আজাহার দানিশ নামে ওই জঙ্গি।

আদতে আই এস আই এস জঙ্গি সংগঠনের সঙ্গে লুকিয়ে বোমা বানানোর কাজ করছিল আজহার, এমনটাই দাবি দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং ঝাড়খন্ড এটিএসের আধিকারিকদের। গ্রেফতার করা সন্দেহভাজন জঙ্গিকে জেরা করা শুরু হয়েছে, বিস্তারিত তদন্ত চলছে।

দিল্লি পুলিশ এবং ঝাড়খন্ড এটিএস সূত্রে জানা গিয়েছে, বোকারো জেলার পেনওয়ারের বাসিন্দা আজহার দানিশ বেশ কিছুদিন ধরে তাবারক লজে ঘর ভাড়া নিয়ে থাকছিল। তার কাছ থেকে একাধিক ইলেকট্রনিক্স ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও বারুদ, পটাশিয়াম নাইট্রেট ও দেশি আগ্নেস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

আরো এক জঙ্গিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। তার নাম আফতাব। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজহারের মতো সেও আইসিএসের সঙ্গে যুক্ত। তাদের গতিবিধির উপর কড়া নজর রাখা হচ্ছিল। শেষ পর্যন্ত দুই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে তদন্তকারী অধিকারিকরা।

পুলিশ জানিয়েছে, আইএসএস ছাড়াও আরো কয়েকটি জঙ্গি সংগঠনের সঙ্গে আজহারের যোগ থাকার সম্ভাবনা রয়েছে। অন্য একটি মামলায় তাকে দীর্ঘদিন ধরে খুঁজছিল পুলিশ। তার ঘর থেকে উদ্ধার হওয়া ডিভাইসগুলি খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা। গ্রেপ্তারির পর ধৃত দানিশকে নিজেদের হেফাজতে নিয়েছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। দিল্লিতে নিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঝাড়খন্ড কিংবা দেশের অন্য কোনো রাজ্যে জঙ্গি হামলার পরিকল্পনা ছিল কিনা তা জানতে দানিশকে টানা জেরা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.