“সারা রাজ্যের মতো খেলার মাঠেও নিজের খেয়ালকে নিয়মে পরিণত করা যায় না!” শনিবার সামাজিক মাধ্যমে এ কথা লিখলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তিনি লিখেছেন, “গত মরসুমে কলকাতা ফুটবল লিগ জয়ী ইস্টবেঙ্গল ক্লাবের নাম চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করার সিদ্ধান্তে বাধা দিয়েছিল ‘কয়লা মাফিয়া’ দলের কর্তা বাবু। জেলা আদালত উক্ত ক্লাবের আবেদনের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছিল ইস্টবেঙ্গল ক্লাবের নাম চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করার বিষয়ে।
কিন্তু ফুটবল পরিচালন সংস্থা; আইএফএ (ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন) হাই কোর্টের দ্বারস্থ হয়, এবং মহামান্য কলকাতা হাইকোর্ট রায় ঘোষণা করেন যে জেলা আদালত যথাযথ কারণ ছাড়াই অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছিল, যা আইনসম্মত নয়।
তাই কলকাতা ফুটবল লিগের গত মরশুমে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণার সিদ্ধান্তে বাধা রইলো না। ইস্টবেঙ্গলের চ্যাম্পিয়নশিপের মুকুট অটুট রইল। সব জায়গায় পিসির শাসন চলে না।”