মাঝে এক দিন বিশ্রাম ছিল। মঙ্গলবার থেকে আবার অনুশীলন শুরু করে দিচ্ছে ভারতীয় দল। পাকিস্তান ম্যাচে হওয়া হ্যান্ডশেক বিতর্ক এখনও চলছে। সে দিকে নজর দিচ্ছেন না সূর্যকুমার যাদবেরা। নিজেদের প্রস্তুতি নিয়ে ব্যস্ত তাঁরা। শুক্রবার ওমানের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ ভারতের। আপাতত সেই ম্যাচের কথাই ভাবছে ভারতীয় দল।
মঙ্গলবার সন্ধ্যায় দুবাইয়ে আইসিসি অ্যাকাডেমিতে অনুশীলন করবেন সূর্যকুমারেরা। ভারতীয় সময় সন্ধ্যা ৭.১০ মিনিটে অ্যাকাডেমিতে পৌঁছবে দল। সন্ধ্যা ৭.৩০ মিনিট থেকে শুরু হবে অনুশীলন। ভারতের সব ম্যাচই সন্ধ্যাবেলা। তাই সেই সময়ই অনুশীলন করছেন সূর্যেরা। দুবাইয়ে দিনের বেলা গরমের তীব্রতা খুব বেশি। তাই দিনে অনুশীলন বন্ধ রাখছে ভারত।
সূর্যকুমারেরা নিজেদের অনুশীলনের দিকে নজর রাখলেও পাকিস্তান চিন্তায় রয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড দাবি করেছে, অ্যান্ডি পাইক্রফ্টকে ম্যাচ রেফারির দায়িত্ব থেকে না সরালে বুধবার সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে খেলতে নামবে না তারা। এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত জানায়নি আইসিসি। শোনা যাচ্ছে, পাকিস্তানের দাবি মানা হবে না। তেমনটা হলে কি তারা আমিরশাহির বিরুদ্ধে খেলতে নামবে? যদি খেলে তা হলে নিজেদের অবস্থান থেকে সরার জন্য হাসির খোরাক হবে তারা। আর যদি না খেলে তা হলে আমিরশাহি পয়েন্ট পেয়ে যাবে। সে ক্ষেত্রে পাকিস্তান বিদায় নেবে। তাতেও তাদের সমালোচনা হবে। উভয় সঙ্কটে পড়েছে পাকিস্তান।
হ্যান্ডশেক বিতর্কে অবশেষে ৪৮ ঘণ্টা পর মুখ খুলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সরকারি ভাবে বিসিসিআই কোনও বিবৃতি না দিলেও সংবাদ সংস্থা পিটিআই-কে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, সূর্যকুমার যাদবেরা যা করেছেন, তা একেবারে ঠিক। ভারতীয় বোর্ড ক্রিকেটারদের পাশে রয়েছে। ওই আধিকারিক বলেন, “দেখুন, ক্রিকেটের নিয়মে খেলা শেষে প্রতিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক নিয়ে কিছু লেখা নেই। সাধারণত সম্মান জানাতে দু’দলের ক্রিকেটারেরা হাত মেলান। বিশ্ব জুড়ে সেটাই দেখা যায়। কিন্তু এর তো কোনও নিয়ম নেই। তা হলে পাকিস্তান কোন ভিত্তিতে অভিযোগ করছে।”
ওই আধিকারিক আরও জানিয়েছেন, দু’দেশের মধ্যে যে সম্পর্ক তাতে ভারতীয় ক্রিকেটারেরা পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলালে সেটাই অস্বাভাবিক হত। সূর্যেরা ঠিক করেছেন। তিনি বলেন, “যদি কোনও নিয়মই না থাকে তা হলে সূর্যেরা একদম ঠিক করেছে। যে দেশের সঙ্গে আমাদের এত খারাপ সম্পর্ক, যে দেশ সব সময় আমাদের খারাপ চেয়েছে তাদের সঙ্গে হাত কেন মেলাব। কোনও রকম সম্পর্ক রাখব না। সূচি অনুযায়ী ভারত খেলেছে। তার বেশি কোনও সম্মান দেখানো হবে না।”