বিশ্বকাপ ক্রিকেটের প্রস্তুতি সারতে গিয়ে প্রথম ম্যাচেই ধাক্কা খেল ভারত। অস্ট্রেলিয়ার কাছে প্রথম এক দিনের ম্যাচে ৮ উইকেটে উড়ে গেল ভারতের মহিলা দল।
ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। খারাপ ব্যাটিং করেনি ভারত। ৫০ ওভারে ৭ উইকেটে ২৮১ রান তোলেন হরমনরা। কিন্তু ভারতীয় বোলাররা একেবারেই দাগ কাটতে পারেননি। অস্ট্রেলিয়া মাত্র ২ উইকেট হারিয়ে ৩৫ বল বাকি থাকতে জিতে যায়।
ভারতের দুই ওপেনার প্রতিকা রাওয়াল এবং স্মৃতি মন্ধনা ভাল শুরু করেন। ওপেনিং জুটিতে ১০০-র উপর রান ওঠে। প্রতিকা ৯৬ বলে ৬৪ এবং মন্ধনা ৬৩ বলে ৫৮ রান করেন। প্রতিকার ইনিংসে ৬টি চার এবং মন্ধনার ইনিংসে ৬টি চার ও ২টি ছক্কা রয়েছে। দু’জনে ২১.৩ ওভারে ১১৪ রান তুলে ফেলেন। কিন্তু এরপর হরলীন দেওল ছাড়া কেউ ভাল রান পাননি। হরলীন ৫৭ বলে ৫৪ রান করেন। তিনি চারটি চার, ২টি ছক্কা মারেন।
ভারতের ইনিংসের টার্নিং পয়েন্ট হরমনপ্রীতের আউট। তিনি ৯ বলে ১১ রান করে অ্যানাবেল সাদারল্যান্ডের বলে এলবিডব্লিউ হন। জেমাইমা রদ্রিগেজ় (১৮), রিচা ঘোষ (২৫) রান পাননি। দীপ্তি শর্মা (১৬ বলে অপরাজিত ২০) এবং রাধা যাদব (১৪ বলে ১৯) ষষ্ঠ উইকেটে ২৮ বলে ৩০ রান না করলে ভারত ২৮১ রান তুলতে পারত না।
অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটিং লাইন-আপের রান তাড়া করতে কোনও সমস্যা হয়নি। ফোব লিচফিল্ড এবং বেথ মুনি দলকে জেতান। লিচফিল্ড ৮০ বলে ৮৮ রান করেন। ১৪টি চার মারেন তিনি। মুনি ৭৪ বলে ৭৭ রান করে অপরাজিত থাকেন। তিনি ৯টি চার মারেন। সাদারল্যান্ড ৫১ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ৬টি চার রয়েছে।
ভারতীয় বোলারদের মধ্যে ক্রান্তি গৌড় ও স্নেহ রানা ১টি করে উইকেট নেন। দীপ্তি শর্মা, শ্রী চরণি, রাধা যাদব উইকেট পাননি। স্পিনারদের ব্যর্থতা এই ম্যাচে ডুবিয়েছে ভারতকে।
তিন ম্যাচের সিরিজ়ে ১-০ এগিয়ে গেল অস্ট্রেলিয়া। বাকি দু’টি ম্যাচ ১৭ ও ২০ সেপ্টেম্বর।