দুর্গাপুজোর মুখে কলকাতা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১৫ সেপ্টেম্বর ভারতীয় সেনার যৌথ কমান্ডার সম্মেলনের উদ্বোধন করতে বাংলায় আসবেন তিনি। এ জন্য আগামী ১৪ এবং ১৫ সেপ্টেম্বর শহরের বিভিন্ন রাস্তায় যান চলাচলে বিধিনিষেধ থাকবে। শুক্রবার সেই নিয়ে বিবৃতি দিলেন পুলিশ কমিশনার মনোজ বর্মা। কোন কোন সময়ে কোন কোন রাস্তায় ভারী গাড়ি চলাচলে বিধিনিষেধ থাকবে স্পষ্ট করে দিলেন নগরপাল।
পুলিশ কমিশনার জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে কলকাতা শহর-সহ কলকাতা পুলিশের এক্তিয়ারভুক্ত বিভিন্ন রাস্তায় আগামী ১৪ এবং ১৫ সেপ্টেম্বর পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে। বিশেষত, ১৪ তারিখ দুপুর সাড়ে ৩টে থেকে রাত ৮টা এবং পরের দিন অর্থাৎ, ১৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। সেই সঙ্গে প্রধানমন্ত্রী এবং অন্যান্য বিশেষ ব্যক্তির সফরসূচি অনুযায়ী ওই সময়সীমা বাড়ানো হতে পারে।
১৪ সেপ্টেম্বর দুপুর সাড়ে তিনটে থেকে রাত ৮ টা পর্যন্ত রাজভবন দক্ষিণ গেট থেকে আরআর অ্যাভিনিউ-রেড রোড-জে আ্যান্ড এন আইল্যান্ড থেকে মা উড়ালপুলে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে। এই ভাবে এজেসি বোস উড়ালপুল, এজেসি বোস রোড থেকে হাসপাতাল রোড, লাভার্স লেন, খিদিরপুর রোড হয়ে জে অ্যান্ড এন আইল্যান্ড, রেড রোড, আর আর অ্যাভিনিউ থেকে রাজভবন দক্ষিণ গেটের রাস্তা দিয়ে কোনও পণ্য পরিবাহী গাড়ি চলাচল করতে পারবে না।
১৫ সেপ্টেম্বর রাজভবন দক্ষিণ গেট থেকে আরআর অ্যাভিনিউ-রেড রোড-জে আ্যান্ড এন আইল্যান্ড থেকে ফোর্ট উইলিয়াম পূর্ব গেটের রাস্তা থেকে খিদিরপুর রোডে পণ্যবাহী গাড়ি যাতায়াত করতে পারবে না। এই বিধিনিষেধ কার্যকর হবে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৪টে পর্যন্ত।
এ ছাড়া অন্যান্য যান চলাচল এবং পার্কিংয়ের ক্ষেত্রে ওই দুই দিন নিষেধাজ্ঞা জারি হতে পারে। সেই দুই দিন বিভিন্ন রাস্তায় ট্রাফিকের দায়িত্বে থাকা আধিকারিকেরা তা জানিয়ে দেবেন। আর ১৪ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে ১৫ সেপ্টেম্বর রাত ১০টা পর্যন্ত রাজভবনের আশপাশের রাস্তা দিয়ে ভারী গাড়ি চলাচল একেবারেই নিষিদ্ধ করা হচ্ছে। ১৪ সেপ্টেম্বর রাত ১০টা থেকে ১৫ সেপ্টেম্বর বিকেল ৪টে পর্যন্ত গভর্নমেন্ট প্লেস ইস্ট থেকে এসপ্ল্যানেড রো ইস্ট ক্রসিং থেকে ওল্ড কোর্ট হাউস স্ট্রিট এবং বিবাদী বাগ দক্ষিণ ক্রসিং সম্পূর্ণ বন্ধ থাকবে। এ ছাড়াও বিভিন্ন রাস্তা বন্ধ করে বিকল্প রাস্তা দিয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়া হতে পারে। সেই সিদ্ধান্ত ওই দু’দিন পরিস্থিতি অনুযায়ী নেওয়া হবে।
উল্লেখ্য, আগামী ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর কলকাতায় আয়োজন করা হয়েছে ‘কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স ২০২৫।’ কলকাতায় ইস্টার্ন কমান্ডের সদর দফতর ফোর্ট উইলিয়ামে তিন দিন ধরে চলবে ওই সম্মেলন। সেখানে ১৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী উপস্থিত থাকতে পারেন।