রবিবার কি ভারতের বিরুদ্ধে খেলতে পারবেন পাকিস্তানে অধিনায়ক সলমন আলি আঘা? এশিয়া কাপে পাক অধিনায়কের খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। অনুশীলনে সলমনকে দেখে এই সংশয় তৈরি হয়েছে।
‘জিয়ো নিউজ়’ জানিয়েছে, বুধবার দুবাইয়ের আইসিসি ক্রিকেট অ্যাকাডেমিতে পাকিস্তানের অনুশীলনে থাকলেও অনুশীলন করেননি সলমন। তাঁর ঘাড়ে একটি ব্যান্ডেজ বাঁধা ছিল। ওয়ার্ম আপ থেকে শুরু করে দৌড় বা অন্য শারীরিক কসরত কিছুই করেননি সলমন। বাকি সকলে অবশ্য পুরো অনুশীলন করেছেন। নেটে ব্যাটও করেননি সলমন।
অধিনায়কের এই ছবি দেখার পরেই জল্পনা শুরু হয়েছে। তবে কি চোট পেয়েছেন সলমন? নইলে কেন তাঁর ঘাড়ে ব্যান্ডেজ থাকবে। কেনই বা একটুও অনুশীলন করবেন না তিনি। জল্পনা শুরু হতেই মুখ খুলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারা জানিয়েছে, সলমনের বড় কোনও চোট নেই। হালকা সমস্যা রয়েছে। সেই কারণেই অনুশীলন করেননি তিনি। পাকিস্তানের প্রথম ম্যাচের আগে সলমন পুরো সুস্থ হয়ে উঠবেন।
রবিবার ভারতের বিরুদ্ধে খেলতে নামলেও পাকিস্তানের প্রথম ম্যাচ শুক্রবার। ওমানের বিরুদ্ধে। দুবাইয়ের মাঠেই হবে সেই খেলা। বাবর আজ়ম, মহম্মদ রিজ়ওয়ানের মতো দু’জন অভিজ্ঞ ক্রিকেটারকে বাদ দিয়ে দল গড়েছে পাকিস্তান। তরুণ সলমনের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে। গত পাঁচ ম্যাচে ভারতের কাছে হেরেছে পাকিস্তান। সেই ছবি বদলাতে চায় পাকিস্তান। যা পরিস্থিতি, তাতে খুব অঘটন না ঘটলে এশিয়া কাপে অন্তত দু’বার ভারত-পাক ম্যাচ হবে। এখন দেখার, ভারতের বিরুদ্ধে সলমন খেলতে পারেন কি না।