কাতারের রাজধানী দোহায় প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতাদের নিশানা করে বিমান হামলা চালাল ইজ়রায়েল। পশ্চিম এশিয়ার সংবাদমাধ্যম আল জাজ়িরা জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় দোহার একটি হোটেল-সহ বেশ কয়েকটি স্থানে বোমাবর্ষণ করা হয়। শোনা যায় প্রবল বিস্ফোরণের শব্দ।
যদিও ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার সরাসরি দোহায় হামলার কথা স্বীকার করেনি। সরকারি বিবৃতি শুধু জানিয়েছে, হামাসের নেতাদের নিশানা করে ‘সুনির্দিষ্ট’ হামলা চালানো হয়েছে। যদিও কোথায় হামলা হয়েছে, সম্পর্কে সরাসরি কিছু বলেনি তেল আভিভ। তাৎপর্যপূর্ণ ভাবে কাতারের বিদেশ দফতর বিমানহানার কথা জানালেও হামলাকারী দেশের নাম স্পষ্ট করেনি! ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে দোহার ইজ়রায়েলি হামলায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে অস্ত্র সংবরণ এবং কূটনৈতিক আলোচনার আবেদন জানিয়েছে নয়াদিল্লি
কাতারের বিদেশ দফতরের মুখপাত্র মাজেদ আল আনসারি বিমানহানার নিন্দা করে বলেন, ‘‘দোহায় একটি আবাসিক ভবনে হামলা হয়েছে। সেখানে হামাসের রাজনৈতিক ব্যুরোর কয়েক জন নেতা থাকেন।’’ অন্য দিকে, হামাসের এক কর্মকর্তা বিবিসিকে বলেন, ‘‘দোহায় হামাসের মধ্যস্থতাকারী একটি প্রতিনিধিদল বৈঠক করছিল। এ সময় তাদের লক্ষ্য করে হামলা চালায় ইজ়রায়েল।’’ প্রসঙ্গত ২০২৩ সালের অক্টোবরে হামাসকে নির্মূল করতে প্যালেস্টাইনি ভূখণ্ড গাজ়ায় হামলা চালিয়েছিল ইজ়রায়েল। এর পরে হামাসের মিত্র ইরান, লেবাননের হিজ়বুল্লা, ইয়েমেনের হুথি এবং সিরিয়ায় ইজ়রায়েলি হামলা হয়েছে। এ বার তেল আভিভের নিশানা হল মধ্যস্থতাকারী দেশ কাতার। ঘটনাচক্রে, পশ্চিম এশিয়ার অন্যতম সমৃদ্ধ এই রাষ্ট্রও ইজ়রায়েলের মতোই ‘আমেরিকার মিত্র’ বলে পরিচিত।