ব্যুরো: প্ল্যাটফর্ম থেকে ছেড়ে গিয়েছে ট্রেন। ছুটছে দ্রুত গতিতে। সেই অবস্থাতেই ট্রেনের হ্যান্ডেল ধরে ঝুঁকে পড়েছে এক যুবক। তাঁর উদ্দেশ্য, একটাই ও নোংরা… উদ্দেশ্য, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যুবতীকে ছোঁওয়া!
ভাইরাল হয়েছে এমনই এক ভয়ংকর ট্রেন স্টান্টের ভিডিয়ো। জানা গিয়েছে, ওই যুবক আদতে বিহারের বাসিন্দা।
জানা গিয়েছে, ওই যুবকের নাম রাহুল কুমার যাদব। যিনি নিজেকে তাঁর ফেসবুক প্রোফাইলে “ডিজিটাল ক্রিয়েটর” বলে বর্ণনা দিয়েছেন। মহুয়ায় থাকেন ও হাজিপুরে কাজ করেন তিনি। ভিডিয়োটি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ওই যুবক।
ভিডিওতে দেখা যাচ্ছে, চলন্ত ট্রেন থেকে ঝুলন্ত অবস্থায় প্ল্যাটফর্ম দিয়ে এক পা টেনে নিয়ে যাচ্ছে। এক সময় ওই যুবক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক মহিলার দিকে তাঁর হাত বাড়িয়ে দেন। যদিও তাঁকে স্পর্শ করতে ব্যর্থ হন।