শুল্ক ছাড় সংক্রান্ত আদেশে স্বাক্ষর করে ফেললেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার ফলে সোনা, নিকেল, গ্রাফাইট, ওষুধ তৈরির বিভিন্ন দ্রব্য-সহ একাধিক পণ্য আমেরিকায় রফতানির ক্ষেত্রে শুল্ক মকুব করা হয়েছে। আগামী ৮ সেপ্টেম্বর, সোমবার থেকেই সেই নিয়ম কার্যকর হবে।
সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, শনিবার মার্কিন প্রেসিডেন্ট শুল্ক মকুব সংক্রান্ত নির্দেশে স্বাক্ষর করেছেন। জানা গিয়েছে, ৪৫ প্রকারেরও বেশি পণ্যের উপরে শুল্ক মকুবের জন্য আবেদন জানানো যাবে। কোন দেশের কত পরিমাণ শুল্ক হ্রাস হবে তা নির্ভর করবে ওই দেশ থেকে আমেরিকার প্রাপ্ত ‘সুবিধা’র উপর।
তবে আমেরিকার ‘পারস্পরিক বাণিজ্য সহযোগী’ দেশগুলিকে কোনও শুল্কই দিতে হবে না। জাপান ও ইউরোপ ইতিমধ্যেই এই তালিকায় আছে।
প্রসঙ্গত, যে যে পণ্যের ক্ষেত্রে শুল্ক ছাড় দেওয়া হয়েছে ওই পণ্যগুলি আমেরিকায় উৎপাদিত হয় না বা যথেষ্ট চাহিদা মেটাতে অপারগ।