পুরীর জগন্নাথ মন্দির ভক্তদের জন্য চির-আকর্ষণের কেন্দ্র। চারধামের একধাম পুরীকে বৈকুণ্ঠধামও বলে। এবার কী ঘটল সেখানে?
1/7
মন্দিরে গরুড়পাখি

ফের পুরীর জগন্নাথ মন্দিরে অভাবনীয় ঘটনা। মন্দিরের ধ্বজায় এসে বসল এক গরুড়। মঙ্গলবারই ঘটল এই আশ্চর্য ঘটনা। তখন মন্দিরে যাঁরা উপস্থিত ছিলেন তাঁরা দেখলেন সেই দৃশ্য। মুগ্ধ হলেন।
2/7
শুভ

এর আগে যখন একটি ঈগল পুরীর মন্দিরের ধ্বজায় বসে সেটা ছিঁড়ে নিয়ে উড়ে গিয়েছিল, তখন সেটা নিয়ে বিপুল চর্চা হয়েছিল। অনেকেই এটিকে অশুভ বলে দাগিয়ে দিয়েছিলেন। তবে এবারের বিষয়টিকে সরাসরি অশুভ কেউ বলেননি। বরং এটিকে শুভই বলছেন।
3/7
পতিতপাবন ধ্বজায়

যাঁরা সেই সময়ে মন্দির চত্বরে উপস্থিত ছিলেন, তাঁরা বলছেন, গরুড় পাখিটি এসে প্রথমে মন্দিরের শীর্ষকে প্রদক্ষিণ করে যেন উড়তে লাগল। পরে পাখিটি পতিতপাবন ধ্বজায় কিছুক্ষণ বসল পাখিটি। তারপর উড়ে চলে গেল!
4/7
আশীর্বাদ না অভিশাপ

এঁদের অনেকই এই ঘটনার একটি ভিডিয়োও করেছেন। তাঁদের মধ্য়ে কেউ কেউ এটি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন। তাঁরা বলছেন, এ আসলে জগন্নাথের লীলা। তিনি এই ঘটনার মাধ্যমে তিনি ভক্তদের কিথু শুভ বার্তা দিতে চাইছেন। তবে, কেউ কেউ আবার বলছেন, না এটা অশুভই।
5/7
মন্দির কর্তৃপক্ষ

জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, পতিতপাবন ধ্বজার উপর গরুড় পাখির এসে বসাটা কোনও ভাবেই শ্রীমন্দিরের কোনও রীতি আচার পুজোয় প্রভাব ফেলেনি।
6/7
বৈকুণ্ঠধামে শ্রীবিষ্ণু

পুরীর জগন্নাথ মন্দির এমনিতেই ভক্তদের জন্য এক চির-আকর্ষণের কেন্দ্র। জগন্নাথ-বলরাম-সুভদ্রার এই মূর্তি দেখতে লক্ষ লক্ষ ভক্ত ভিড় করেন এখানে। তাঁদের বিশ্বাস, স্বয়ং বিষ্ণু এখানে জগন্নাথের রূপে আছেন। চারধামের একধাম এই পুরীকে বৈকুণ্ঠ ধাম বলে।
7/7
আধ্যাত্মিক ক্ষেত্র
