থামানো যাচ্ছে না পিভি সিন্ধুকে। ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপে দাপট দেখাচ্ছেন ভারতীয় তারকা। শেষ ষোলোর ম্যাচে চিনের ওয়াং ঝি ই-কে স্ট্রেট গেমে (২১-১৯, ২১-১৫) উড়িয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেন সিন্ধু।
এ বারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম রাউন্ড থেকে ছন্দে রয়েছেন সিন্ধু। সেই ছন্দ দেখা গেল শেষ ষোলোর ম্যাচে। খেলতে নামার আগে এক পরিসংখ্যান খুশি করেছিল ভারতীয় সমর্থকদের। বিশ্ব চ্যাম্পিয়নশিপে কোনও দিন চিনা প্রতিপক্ষের কাছে হারেননি সিন্ধু। ওয়াংয়ের বিরুদ্ধে তাঁর রেকর্ড ছিল ২-২। ফলে সিন্ধু পিছিয়ে থেকে এই ম্যাচে নামেননি।
প্যারিসে প্রথম গেমে শুরুতেই এগিয়ে যান সিন্ধু। তিনি ওয়াংয়ের খাটো উচ্চতার লাভ তুলছিলেন। গোটা কোর্ট জুড়ে খেলতে বাধ্য করছিলেন প্রতিপক্ষকে। ফলে পর পর পয়েন্ট তুলে এক সময় ১১-৬ এগিয়ে গিয়েছিলেন সিন্ধু। তার পর অবশ্য ম্যাচে ফেরেন ওয়াং। সিন্ধুকে অনেক বেশি নেটের কাছে এসে খেলতে বাধ্য করেন তিনি। পর পর ছ’টা পয়েন্ট তোলেন ওয়াং। ১১-১২ পিছিয়ে পড়েন সিন্ধু।
তার পর টান টান লড়াই হচ্ছিল। কখনও ওয়াং এগোচ্ছিলেন, কখনও সিন্ধু। ১৯-১৯ অবস্থায় পর পর দু’টি পয়েন্ট তুলে নেন সিন্ধু। প্রথম গেম জিতে যান তিনি। সিন্ধুকে দেখে বোঝা যাচ্ছিল, আত্মবিশ্বাস অনেকটা বেড়ে গিয়েছে তাঁর।
সেই আত্মবিশ্বাস দেখা গেল দ্বিতীয় গেমে। শুরুটা হাড্ডাহাড্ডি হলেও ধীরে ধীরে দাপট দেখাতে শুরু করলেন সিন্ধু। ওয়াং বেশ কয়েকটি আনফোর্সড এরর করেন। তাঁর কয়েকটি শট কোর্টের বাইরে পড়ে। সিন্ধু বুদ্ধি করে সেগুলি থেকে পয়েন্ট তোলেন। এক বার পিছিয়ে পড়ার পর আর ফিরতে পারেননি ওয়াং। শেষ পর্যন্ত ২১-১৫ গেম জিতে ম্যাচ জিতে নেন ভারতীয় তারকা। যে ভাবে তিনি খেলছেন তাতে সিন্ধুকে নিয়ে আবার স্বপ্ন দেখতে শুরু করেছেন ভারতীয় সমর্থকেরা।
প্যারিসে বৃহস্পতিবার শুরুটাও ভাল হয়েছিল ভারতের। মিক্সড ডবলসে শেষ ষোলোর ম্যাচে নেমেছিলেন ভারতের ধ্রুব কপিলা ও তানিশা ক্রাস্টো। হংকংয়ের তাং চুন মান ও সে ইং সুয়েত জুটির কাছে প্রথম গেম হারেন তাঁরা। তবে দ্বিতীয় গেমে ফিরে আসেন তানিশারা। প্রতিপক্ষকে দাঁড় করিয়ে হারান তাঁরা। তৃতীয় গেমেও এক ছবি। ফলে প্রথম গেম হেরেও ম্যাচ জেতে ভারতীয় জুটি (১৯-২১, ২১-১২, ২১-১৫)। মিক্সড ডবলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন ধ্রুব ও তানিশা। এ বার জিতলেন সিন্ধু।