Chargesheet, Kasba Law College, কসবা ল’ কলেজ কান্ডের চার্জশিট জমা পড়ল ৫৮ দিনের মাথায়

কসবা ল’ কলেজের ঘটনায় অবশেষে জমা পড়ল চার্জশিট। তদন্ত শুরুর ৫৮ দিনের মাথায় ৬০০ পাতারও বেশি নথির চার্জশিট জমা পড়েছে। জানাগেছে, চার্জশিটে ৮০ জনেরও বেশি সাক্ষীর বয়ান রেকর্ডের তথ্য রয়েছে।

৬৫৮ পাতা চার্জশিটে মোট চারজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তারমধ্যে অন্যতম অভিযুক্ত মনোজিৎ মিশ্র, জায়েব আহমেদ, প্রমিত মুখোপাধ্যায় সহ কলেজের নিরাপত্তা রক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়।

কিছুদিন আগেই গুরুত্বপূর্ণ পয়েন্ট, নমুনা, ডিজিটাল তথ্য ও কয়জন সাক্ষীর বয়ান সংগ্রহ করা হয়েছে বলে আদালতকে জানিয়েছিল ঘটনার তদন্তকারী দল। এরপরই চার্জশিট জমা পড়ল।

গত ২৫ জুন সাউথ ক্যালকাটা ল’ কলেজে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে ওই কলেজেরই প্রাক্তনী মনোজিৎ মিশ্র ও দুই বর্তমান পড়ুয়া জায়েব আহমেদ, প্রমিত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। ধৃত মনোজিৎ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী ছাত্রনেতা। ওই কলেজে দীর্ঘ দিন ধরে তার যাতায়াত তৃণমূল ছাত্র পরিষদের নেতার পরিচয়ে। অন্যদিকে জায়েব ও প্রমিত তার সাগরেদ। এছাড়াও গ্রেফতার করা হয়েছে কলেজের নিরাপত্তা রক্ষীকেও। নির্যাতিতার অভিযোগ ছিল, মনোজিতের নির্দেশ মেনেই কলেজের মেনগেট বন্ধ করে দিয়েছিলেন নিরাপত্তা রক্ষী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.