Postal department, America, শুল্ক যুদ্ধের আবহে আমেরিকায় সমস্ত রকম চিঠি ও পার্সেল পাঠানো বন্ধের সিদ্ধান্ত দেশের ডাক বিভাগের

আমেরিকায় চিঠি বা পার্সেল পাঠানো হবে না বলে জানালো ভারতীয় ডাক বিভাগ। আমেরিকায় কোনো চিঠি বা পার্সেল পাঠানোয় বিধি নিষেধ আরোপ করা হয়েছে চলতি মাসের শেষ থেকেই। যদিও কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

সম্প্রতি আমেরিকা ভারতের উপর বড় অঙ্কের শুল্ক আরোপ করেছে। যা চলতি মাসের শেষ দিক থেকে কার্যকর হবে। সেই আবহে ভারত- আমেরিকার সঙ্গে ডাক যোগাযোগ আপাতত সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে। গত ৩০ জুলাই ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন একটি নির্দেশিকা জারি করে জানায়, এতদিন ৮০০ মার্কিন ডলার মূল্য পর্যন্ত কোনো সামগ্রী আমেরিকার বাইরে পাঠানোর ক্ষেত্রে কোনো শুল্ক গুনতে হতো না। তবে এ ব্যাপারে সে নিয়ম পাল্টে যাচ্ছে। শুল্কমুক্ত পরিষেবার স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। তারপরেই ভারতের ডাক বিভাগ পরিষেবা সাময়িক স্থগিতের কথা জানালো।

ডাক বিভাগের তরফে জানানো হয়েছে, আগামী ২৯ আগস্ট থেকে আমেরিকায় পাঠানো সমস্ত ডাকের মূল্যের ভিত্তিতে শুল্ক আরোপ করা হবে। সেই শুল্ক নির্ধারণ করা হবে আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক শক্তি আইনের অধীনে। বলা হয়েছে, শুধুমাত্র ১০০ মার্কিন ডলার পর্যন্ত মূল্যের উপহার সামগ্রী শুল্ক মুক্ত থাকবে।

ভারতীয় ডাক বিভাগ ২৯ আগস্ট থেকে পরিষেবা স্থগিতের কথা জানালেও ২৫ আগস্টের পর থেকে আমেরিকায় পাঠানোর ক্ষেত্রে কোনো চিঠি বা সামগ্রী বুকিং হবে না। বিমান সংস্থাগুলি জানিয়েছে, ২৫ আগস্টের পরে তারা আর আমেরিকায় পাঠানো কোনো পার্সেল নিয়ে যেতে পারবে না। সেই কারণে ভারতীয় ডাক বিভাগ আমেরিকার জন্য সকল প্রকার সামগ্রী বুকিং স্থগিত রাখছে।

যেসব গ্রাহক ইতিমধ্যে আমেরিকায় পার্সেল পাঠানোর জন্য বুকিং করেছেন তাদের ক্ষেত্রেও নতুন নিয়ম বলবৎ হচ্ছে। ওইসব গ্রাহকের পার্সেল পাঠানো যাবে না বলেই জানিয়েছে ডাক বিভাগ। তবে বুকিং- এর জন্য গ্রাহকরা যা খরচ করেছেন তা ফেরত দেওয়া হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। ডাক বিভাগ জানিয়েছে, পরিস্থিতি পর্যালোচনা করে যত দ্রুত সম্ভব আমেরিকায় পরিষেবা সম্পূর্ণভাবে চালু করার সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী শুধু ভারত নয়, অস্ট্রিয়া, ফ্রান্স, বেলজিয়ামের মত দেশগুলিও আমেরিকায় ডাক পরিষেবা স্থগিত করেছে।

উল্লেখ্য, রাশিয়ার সঙ্গে নয়, ভারতের বাণিজ্য সম্পর্কের কারণে দু’দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে। ভারতের উপর অতিরিক্ত শুল্ক চাপিয়েছে মার্কিন প্রেসিডেন্ট, যা ২৭ আগস্ট থেকে কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.