সামনের মাসে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে মহিলাদের এক দিনের বিশ্বকাপ। তার আগে চিন্তা বাড়ল বাংলাদেশের ক্রিকেটে। ছেলেদের অনূর্ধ্ব-১৫ দলের কাছে হেরে গেল বাংলাদেশের মহিলাদের সিনিয়র দল। ছোট হার নয়, ৮৭ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশের মহিলা দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড ‘উইমেন্স চ্যালেঞ্জ কাপ ২০২৫’ আয়োজন করেছে। সেখানেই বাংলাদেশ ‘উইমেন্স টিম রেড’-এর বিরুদ্ধে খেলা ছিল বয়েজ় অনূর্ধ্ব-১৫ দলের। ৫০ ওভারের খেলায় প্রথমে ব্যাট করে ১৮১ রান করে নাবালক ছেলেদের দল। জবাবে ৩৮ ওভারে মাত্র ৯৪ রানে অল আউট হয়ে যায় মহিলাদের দল। ৮৭ রানে হারে তারা।
সমাজমাধ্যমে সেই ম্যাচের একটা ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। মহিলাদের দলের শেষ ব্যাটার বোল্ড হওয়ার পর উল্লাস করছে অনূর্ধ্ব-১৫ দলের ক্রিকেটারেরা। এই ম্যাচের পর বাংলাদেশের ছোটদের দলের যতটা প্রশংসা হয়েছে তার থেকে বেশি সমালোচনা হচ্ছে মহিলাদের দলের। অনেকে প্রশ্ন তুলেছেন, যে দল নাবালকদের কাছে হেরে যায়, তারা বিশ্বকাপ ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলের বিরুদ্ধে খেলবে কী করে?
৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত হবে মহিলাদের এক দিনের বিশ্বকাপ। ভারত মূল আয়োজক দেশ। তবে পাকিস্তান ভারতের মাটিতে খেলবে না। তাদের সব ম্যাচ হবে শ্রীলঙ্কায়। আট দলের প্রতিযোগিতায় গ্রুপ পর্বে প্রত্যেকে প্রত্যেকের বিরুদ্ধে খেলবে। ২ অক্টোবর কলম্বোতে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। তার পর ভারতে আসবে তারা। ৭ অক্টোবর গুয়াহাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ। ১০ অক্টোবর নিউ জ়িল্যান্ড, ১৩ অক্টোবর দক্ষিণ আফ্রিকা ও ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে তারা। তিনটে ম্যাচই হবে বিশাখাপত্তনমে।
২০ অক্টোবর আবার কলম্বোতে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে বাংলাদেশ। গ্রুপের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি বাংলাদেশ। ২৬ অক্টোবর হবে সেই ম্যাচ। আপাতত সূচি অনুযায়ী সেই ম্যাচ হওয়ার কথা বেঙ্গালুরুতে। যদিও মাঠ বদলে যেতে পারে। তবে বিশ্বকাপের আগে বাংলাদেশের মহিলাদের খেলা দেখে চিন্তা বাড়ছে সমর্থকদের।