আন্তর্জাতিক স্পেস স্টেশন (আইএসএস) থেকে মাস খানেক আগে পৃথিবীতে ফিরেছিলেন ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্ল। রবিবার ভারতে ফেরার পর সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর বাসভবনে দেখা করতে গেলেন তিনি। মোদীর হাতে কিছু উপহার তুলে দেন শুভাংশু। অন্য দিকে, সোমবার মহাকাশ অভিযান নিয়ে সংসদে আলোচনা চেয়েছিল এনডিএ। কিন্তু অধিবেশন শুরু হতেই কমিশনের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন বিরোধী সাংসদেরা। তাতেই ভেস্তে যায় এনডিএ-র আলোচনা প্রস্তাব।
গত ২৫ জুন স্পেসএক্সের ‘ড্রাগন’ মহাকাশযানে চড়ে আইএসএসের উদ্দেশে পাড়ি দিয়েছিলেন শুভাংশুরা। তাঁর সঙ্গে গিয়েছিলেন অ্যাক্সিয়ম-৪-এর ক্রু-কমান্ডার পেগি হুইটসন, মিশন বিশেষজ্ঞ স্লাওস উজানস্কি-উইজ়নিউস্কি এবং টিবর কাপু। সেই মহাকাশ যাত্রায় শুভাংশুর কাছে দেখা গিয়েছিল ভারতের জাতীয় পতাকা। সোমবার সাক্ষাতের সময় মোদীর হাতে সেই পতাকা তুলে দেন শুভাংশু। পাশাপাশি, তাঁর মহাকাশ যাত্রার অভিজ্ঞতাও প্রধানমন্ত্রীর কাছে বর্ণনা করেন তিনি।
সোমবার অধিবেশনের শুরুতে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, শুভাংশুর মহাকাশ যাত্রার উপর একটি বিশেষ আলোচনার মাধ্যমে সম্মান জানানো হবে। সেই আলোচনায় বিরোধীদের সহযোগিতা চেয়ে আবেদন করেন রিজিজু। রাজনৈতিক মতপার্থক্য দূরে রেখে আলোচনায় যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু অধিবেশন শুরু থেকেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করে বিরোধীরা। বিক্ষোভ দেখানো হয়। শুভাংশু নিয়ে আলোচনা না করেই সংসদ ছাড়েন বিরোধী সাংসদেরা। সংসদের বাইরে এসআইআর নিয়ে বিক্ষোভ দেখান বিরোধী নেতারা। পরে সাংবাদিক বৈঠকও করেন একসঙ্গে।
সোমবার বিরোধীদের এই বিক্ষোভকে ‘দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। তাঁর কথায়, ‘‘সোমবার সংসদে আলোচনা ছিল ভারতের মহাকাশ কর্মসূচি এবং ২০৪৭ সালে উন্নত ভারতের ভূমিকা নিয়ে। কিন্তু বিরোধীদের হট্টগোলের কারণে আলোচনা সম্ভব হয়নি। এটা খুবই দুর্ভাগ্যজনক।’’ বিরোধীদের বিক্ষোভের সামনের সারিতে ছিলেন অনেক কংগ্রেস সাংসদ। তবে উল্টো সুর শোনা যায় কংগ্রেস সাংসদ শশী তারুরের কণ্ঠে। তিনি এক্স পোস্টে লেখেন, ‘‘বিরোধীরা বিশেষ আলোচনায় যোগ দিচ্ছে না। তবে আমি শুভাংশু শুক্লের সাম্প্রতিক মহাকাশ অভিযানের জন্য গর্বিত।’’