দীর্ঘ দিন কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং কোচ হিসাবে কাজ করেছেন অভিষেক নায়ার। গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হওয়ার পর তাঁকে ব্যাটিং কোচের দায়িত্ব দেন। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ়ে ভারতীয় দলের ভরাডুবির পর চাকরি যায় নায়ারের। সেই ঘটনা নিয়ে এ বার মুখ খুললেন তিনি।
ভারতীয় দলের চাকরি খোয়ানোর পর নায়ার গত আইপিএলের মাঝামাঝি সময় আবার ফেরেন কেকেআরের সংসারে। সেই ঘটনা নিয়ে প্রথম বার মুখ খুললেন নায়ার। এক সাক্ষাৎকারে নায়ার বলেছেন, ‘‘কলকাতা নাইট রাইডার্স আমার কাছে পরিবারের মতো। দলের সকলেই কেকেআরকে পরিবার বলে মনে করে। তাই ভারতীয় দল থেকে সরে আসার পর কেকেআরে ফেরা নিয়ে দু’বার ভাবিনি।’’ নায়ার আরও বলেছেন, ‘‘এই ধরনের প্রস্তাবকে আমি সুযোগ হিসাবেই দেখি। এ বারও সে ভাবেই দেখেছিলাম।’’
কিছু দিন আগেই মহিলাদের প্রিমিয়ার লিগের দল ইউপি ওয়ারিয়র্জ়ের মেন্টরের দায়িত্ব নিয়েছেন। এ ব্যাপারে নায়ার বলেছেন, ‘‘দলের মধ্যে জেতার মানসিকতা তৈরি করতে হবে। একটা সংস্কৃতি তৈরি করতে হবে। আমার প্রথম কাজ এটাই। মহিলাদের প্রিমিয়ার লিগ আমাদের ঘরোয়া ক্রিকেটকে এগিয়ে দেবে বলে মনে করি। আমাদের দেশের মেয়েরা ক্রিকেটে অনেক উন্নতি করেছে। আরও এগোবে বলেই আমার বিশ্বাস।’’ নায়ারের ভাবনার অনেকটা জুড়েই এখন ইউপি ওয়ারিয়র্জ়।
তা হলে কি তাঁকে আর কেকেআরের ডাগআউটে দেখা যাবে না? তেমন কিছু বলেননি নায়ার। উল্লেখ্য, প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং বোলিং কোচ ভরত অরুণ কেকেআরের দায়িত্ব ছেড়ে দিয়েছেন। যে কোনও স্তরে কোচিংয়ের সুযোগ পেলেই খুশি কেকেআরের সহকারী কোচের।