প্রথম ক্রিকেটার হিসাবে এক সিদ্ধান্ত নিয়েছেন টাইমাল মিলস। প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইটে নাম লিখিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রাক্তন ক্রিকেটার। সেই ওয়েবসাইটে যাঁরা থাকেন তাঁরা সাধারণত প্রাপ্তবয়স্কদের ছবি ও ভিডিয়ো সেখানে দেন। যাঁরা তাঁদের অনুসরণ করেন তাঁদের পয়সা খরচ করে সেই ছবি ও ভিডিয়ো দেখতে হয়। তবে মিলস জানিয়েছেন, তিনি সেই কারণে এই সিদ্ধান্ত নেননি।
‘দ্য অ্যাথলেটিক’-কে মিলস বলেছেন, “আমি একটা বিষয় পরিষ্কার করতে চাই যে, কোনও রকমের প্রাপ্তবয়স্ক ছবি বা ভিডিয়ো দেওয়া হবে না। শুধুমাত্র ক্রিকেট সংক্রান্ত ছবি ও ভিডিয়ো দেওয়া হবে। আমার দৈনন্দিন যাপনের কথাও সকলকে জানাব। আগে কখনও এই ধরনের কাজ করিনি। মুখিয়ে রয়েছি।” মিসল আরও বলেন, “আমি জানি প্রায় সকলেই এই ওয়েবসাইট অন্য কাজে ব্যবহার করেন। প্রাপ্তবয়স্ক ছবি ও ভিডিয়ো দিয়ে নজর কাড়ার চেষ্টা করেন। কিন্তু আমি কখনওই সেটা করব না।”
বাঁহাতি পেসার মিলস ইংল্যান্ডের হয়ে শুধুমাত্র টি-টোয়েন্টি ক্রিকেট খেলেছেন। ২০১৬ সালে অভিষেক হয়েছিল তাঁর। পরের সাত বছরে মাত্র ১৬টা টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। নিয়েছেন ১৪টা উইকেট। খুব একটা নজর কাড়তে না পারায় ইংল্যান্ডের জাতীয় দল থেকে বাদ পড়েন মিলস
তবে লিগ ক্রিকেটে তিনি পরিচিত নাম। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউ জ়িল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশের লিগে খেলেছেন তিনি। আইপিএলেও খেলেছেন মিলস। ২০১৭ সালে বিরাট কোহলিদের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাঁকে ১২ কোটি টাকা দিয়ে কেনে। কিন্তু এক মরসুম পরেই তাঁকে ছেড়ে দেওয়া হয়। ২০২২ সালে তাঁকে কেনে মুম্বই ইন্ডিয়ান্স। তারাও এক বছর পর মিলসকে ছেড়ে দেয়। ২৫১ টি-টোয়েন্টি ম্যাচে ৩১০ উইকেট নিয়েছেন মিলস। এ বার অন্য ভূমিকায় দেখা যাবে তাঁকে।