ক্যারোলিন লেভিটের প্রশংসায় পঞ্চমুখ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বললেন, ‘‘উনি এখন তারকা হয়ে গিয়েছেন। ওঁকে দেখতে সুন্দর। ওঁর তীক্ষ্ণ বুদ্ধিও রয়েছে। আর ওঁর ঠোঁট দুটো! মেশিন গানের মতো নড়াচড়া করে!’’
ট্রাম্পের এই মন্তব্য নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে সমাজমাধ্যমে। অনেকেই সমালোচনা করেছেন। তাঁদের বক্তব্য, ট্রাম্প এক জন নারীর সম্পর্কে যে ধরনের মন্তব্য করেছেন, তা প্রবল অস্বস্তিকর। তা ছাড়া মার্কিন প্রেসিডেন্টের পদে থেকে এই মন্তব্য কী ভাবে করা যায়, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

লেভিট হোয়াইট হাউসের প্রেস সচিব। দিন দুয়েক আগেই তিনি নিজের মত প্রকাশ করে জানিয়েছিলেন, ট্রাম্পের নোবেল পাওয়া উচিত। কারণ, তাঁর জন্যই নানা জায়গায় সংঘর্ষবিরতি সম্ভব হয়েছে। তার মধ্যে ভারত-পাকিস্তানের সাম্প্রতিক দ্বন্দ্বও রয়েছে। লেভিটের সেই মন্তব্য নিয়ে বলতে গিয়েই তাঁকে প্রশংসায় ভরিয়ে তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্পের বক্তব্য, লেভিটের মতো প্রেস সচিব আর কারও নেই। কখনও কারও ছিলও না। ট্রাম্পের কথায়, ‘‘লেভিট সেরা।’’ প্রসঙ্গত, গত বছর নভেম্বর মাসে হোয়াইট হাউসের প্রেস সচিব পদে ঠাঁই হয়েছিল ২৭ বছরের লেভিটের। তিনিই হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সচিব।