আইএসএল নিয়ে অনিশ্চয়তা এখনও অব্যাহত। ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (এফএসডিএল) এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) মধ্যে চুক্তি নবীকরণের কোনও সম্ভাবনা এখনও তৈরি হয়নি। এই পরিস্থিতিতে ফুটবলার এবং কর্মীদের সঙ্গে চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিল আইএসএলের অন্যতম দল ওড়িশা এফসি।
আগামী ৫ অগস্ট থেকে সব চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন ওড়িশা এফসি কর্তৃপক্ষ। ফুটবলারেরা অন্য ক্লাবে যেতে চাইলেও ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। ওড়িশা এফসি চিঠি দিয়ে বলেছে, “সকলেই হয়তো জানেন, এফএসডিএল এবং এআইএফএফ মাস্টার রাইটস চুক্তি নবীকরণ নিয়ে কোনও সমঝোতায় পৌঁছোতে পারেনি। এর ফলে আইএসএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। বিষয়টা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই পরিস্থিতি ওড়িশা এফসিকে কঠিন অবস্থার মধ্য ফেলেছে। যা সম্পূর্ণভাবে ক্লাবের নিয়ন্ত্রণের বাইরে।” জানানো হয়েছে এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া নয়। সব দিক খতিয়ে দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিনিয়োগকারী এবং অংশীদারদের স্বার্থকে গুরুত্ব দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের রায়ে নতুন কমিটি গঠন হতে পারে নতুন সংবিধান ঘোষণার পরেই। সমস্যা মিটতে সেপ্টেম্বর মাস হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে নির্দিষ্ট সময় আইএসএল শুরু হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। নতুন কমিটি তৈরির পর যে চুক্তি হবে, তা নিয়েও জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ, মাস্টার রাইটসে অবনমনের কথা বলা নেই। অথচ, আইএসএলকে দেশের প্রধান লিগের মর্যাদা দিয়েছিল এআইএফএফ। ২০২৪-২৫ মরসুম থেকে অবনমন চালু হওয়ার কথা থাকলেও হয়নি।
এই পরিস্থিতিতে আর্থিক সমস্যায় ওড়িশা এফসি। দল চালানো কঠিন হয়ে পড়ছে কর্তাদের পক্ষে। সে কারণেই ফুটবলার এবং কর্মীদের চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। চুক্তির একটি ক্লজ খুঁজে বের করেছেন কর্তারা। সেই ক্লজ অনুযায়ী, কোনও কারণে আইএসএল না হলে ফুটবলারদের বেতনের একটা বড় অংশ কেটে নিতে পারবেন তাঁরা। ফলে আর্থিক সুরাহা হবে ক্লাবের।