দীর্ঘ দিন জাতীয় দলে ব্রাত্য চেতেশ্বর পুজারা ও অজিঙ্ক রাহানে। অবসর না নিলেও তাঁদের দিকে আর তাকাচ্ছেন না নির্বাচকেরা। এ বার কি ঘরোয়া ক্রিকেটেও কেরিয়ার শেষ তাঁদের? দলীপের দলে নেওয়া হয়নি দুই সিনিয়র ক্রিকেটারকে। তার পরেই শুরু হয়েছে জল্পনা।
দলীপের পশ্চিমাঞ্চলের দল ঘোষণা হয়েছে। ১৫ জনের দলে অধিনায়ক শার্দূল ঠাকুর। গত বছর দলীপের ফরম্যাট বদলেছিল। ভারত এ, বি, সি ও ডি এই চারটি দলে ভাগ করে খেলা হয়েছিল। চ্যাম্পিয়ন হয়েছিল ভারত এ। তিনটে ম্যাচের মধ্যে দুটো জিতে ১২ পয়েন্ট পেয়েছিল তারা। কিন্তু এ বার বোর্ডের বার্ষিক সাধারণ সভায় চার দলের প্রতিযোগিতা নাকচ করে দেওয়া হয়েছে। আবার পুরনো ফরম্যাটে ফিরেছে দলীপ ট্রফি।
এ বার আবার অঞ্চল ভিত্তিক খেলা হচ্ছে। ছ’টা দল খেলবে। তারা হল, উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চল। বোর্ডের এই সিদ্ধান্তের নেপথ্যে প্রধান কারণ, ক্রিকেটারদের নিজের অঞ্চলের হয়ে খেলার সুযোগ করে দেওয়া। সেখানেই পশ্চিমাঞ্চলের দলে নেই পুজারা ও রাহানে। অবশ্য যশস্বী জয়সওয়াল, শ্রেয়স আয়ার, সরফরাজ় খানেরা দলে রয়েছেন।
দলীপের দল ঘোষণার পর জল্পনা, এ বার ঘরোয়া ক্রিকেটেও নির্বাচকেরা দুই ক্রিকেটারের কথা ভাবছেন না। পুজারা ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ়ে ধারাভাষ্যকারের ভূমিকায় রয়েছেন। রাহানে আবার নিজের ইউটিউব চ্যানেলের দিকে মন দিয়েছেন। আইপিএলে খেলছেন তিনি। গত মরসুমে এই দুই ক্রিকেটার রঞ্জি খেলেছেন। কিন্তু এ বার দলীপের দলে নেওয়া হল না তাঁদের। নির্বাচকেরা ইঙ্গিত দিচ্ছেন, এ বার অবসর নিয়ে নেওয়া উচিত দুই ক্রিকেটারের।