সিরিজ়ের সব টেস্টে টসে হার শুভমনের! ভারতের চতুর্থ অধিনায়ক হিসাবে নজির, আগের তিন জন কারা

ইংল্যান্ড সফরের একটি টেস্টেও টস জিততে পারলেন না শুভমন গিল! প্রথম চার টেস্টের মতো বৃহস্পতিবার ওভালেও টস হেরেছেন ভারতীয় দলের অধিনায়ক। অর্থাৎ সিরিজ়ের সব ম্যাচেই টস হারলেন শুভমন। ভারতের চতুর্থ অধিনায়ক হিসাবে এই নজির গড়লেন তিনি।

শুভমন হলেন ভারতের চতুর্থ অধিনায়ক যিনি একটা সিরিজ়ের সব টেস্টে টস হারলেন। লালা অমরনাথ, কপিল দেব এবং বিরাট কোহলিরও এমন নজির রয়েছে।

১৯৪৮-৪৯ মরসুমে ওয়েস্ট ইন্ডিজ় সফরে গিয়ে পাঁচটা টেস্টেই টস হেরেছিলেন অমরনাথ। সেই সিরিজ়ের প্রতিটা টস জেতেন ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন অধিনায়ক জন গডার্ড। ১-০ ব্যবধানে সিরিজ় জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ়। ১৯৮২-৮৩ মরসুমে ওয়েস্ট ইন্ডিজ় সফরে গিয়ে পাঁচটা টেস্টেই টস হেরেছিলেন ভারতীয় দলের তৎকালীন অধিনায়ক কপিল। ক্লাইভ লয়েডের দল ২-০ ব্যবধানে জিতেছিল পাঁচ টেস্টের সিরিজ়। ২০১৮ সালের ইংল্যান্ড সফরের পাঁচটা টেস্টেই টস হেরেছিলেন কোহলি। জো রুটের নেতৃত্বাধীন ইংল্যান্ড সিরিজ় জিতেছিল ৪-১ ব্যবধানে।

শুভমন ওভালে টস হারায় আরও হতাশার নজির তৈরি হয়েছে। এই নিয়ে টানা ১৫টি আন্তর্জাতিক ম্যাচে টস হারলেন ভারতীয় দলের অধিনায়কেরা। ভারতীয় ক্রিকেট দল নিজেদের বিশ্বরেকর্ডই উন্নত করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.