ইংল্যান্ডে চলছে ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস’ (ডব্লিউসিএল) প্রতিযোগিতা। সেখানেই অস্ট্রেলিয়া বনাম পাকিস্তানের ম্যাচ দেখা গেল একটি বিরল ঘটনা। অস্ট্রেলিয়ার বোলার জন হেস্টিংস এক ওভারে ১৮টা বল করলেন। শেষ পর্যন্ত পাকিস্তান জিতে যাওয়ায় আরও লজ্জার হাত থেকে বেঁচে গেলেন তিনি।
লেস্টারে খেলা ছিল অস্ট্রেলিয়া ও পাকিস্তানের। জন যখন বল করতে আসেন তখন পাকিস্তান সাত ওভারে ৫৫ রান তুলে ফেলেছে। লক্ষ্য ছিল ৭৫। জন প্রথম পাঁচটা বলই ওয়াইড করেন। প্রতিটা বলই অফস্টাম্পের অনেকটা বাইরে দিয়ে বেরিয়ে যায়।
এর পর পাকিস্তানের শোয়েব মকসুদ একটা খুচরো রান নেন। পরের বলে শার্জিল খান চার মারেন। আবার একটা নো বল এবং ওয়াইড করেন জন। এ বার দুটে বলই ছিল লেগ স্টাম্পের বাইরে। লাইন নিয়ে সমস্যা হওয়ায় শেষ পর্যন্ত রাউন্ড দ্য উইকেট বল করার সিদ্ধান্ত নেন জন। তাতেও লাভ হয়নি। পর পর তিনটে ওয়াইড বল করেন।
আবার উইকেটের অন্য পাশ থেকে বল করা শুরু করেন জন। তাতেও পর পর ওয়াইড করতে থাকেন। সব মিলিয়ে ১২টা ওয়াইড এবং একটা নো বল করেন তিনি। পাঁচটা বৈধ বল করেন। তাঁর ওভার সম্পূর্ণ হওয়ার আগেই জিতে যায় পাকিস্তান। সমাজমাধ্যমে জনের ওভারের ভিডিয়ো ভাইরাল হয়েছে।
আগে ব্যাট করা অস্ট্রেলিয়াকে ৭৪ রানে অলআউট করে দেয় পাকিস্তান। সইদ আজমল ১৬ রানে ৬ উইকেট নেন। এক সময় অস্ট্রেলিয়ার স্কোর ৪৯/২ থাকলেও ৮টা উইকেট ২৫ রানে হারায় তারা। পাকিস্তান জিতেছে ১০ উইকেটে।