আইপিএল না থাকলে সাধারণত জনসমক্ষে থাকেন না তিনি। সমাজমাধ্যম এবং যাবতীয় আলোচনা থেকে দূরে থাকতেই পছন্দ করেন। তবে সমাজমাধ্যম পিছু ছাড়ে না মহেন্দ্র সিংহ ধোনির। তাই তাঁর নতুন ‘লুক’ প্রকাশ্যে চলে এল। চুল, দাড়ি কেটে ধোনিকে এখন চেনাই যাচ্ছে না। অনুরাগীদের প্রশ্ন, ধোনির বয়স কি সত্যিই ৪৪? পাশাপাশি একটি ভিডিয়োও ভাইরাল হয়েছে, যেখানে বিয়ের নিমন্ত্রণে গিয়ে ধোনিকে নবদম্পতির উদ্দেশে মূল্যবান পরামর্শ দিতে দেখা গিয়েছে।
ধোনির নতুন রূপের ছবি পোস্ট করেছেন তাঁর কেশসজ্জা শিল্পী আলিম হাকিম। কালো টিশার্ট পরে ধোনি চুল কেটে ফেলেছেন অনেকটাই। দাড়িও খুব হালকা করে কাটা। সঙ্গে কালো রোদচশমা। দেখে মনেই হচ্ছে না তিনি ক্রিকেট ছেড়ে দিয়েছেন বা এত বয়স হয়ে গিয়েছে। নিজেকে এতটাই ফিট রেখেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

এ দিকে, ধোনি সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। সেখানে নবদম্পতির পাশে দাঁড়িয়ে তাঁর বলা কথা ভাইরাল হয়েছে। পাত্রের দিকে তাকিয়ে ধোনি বলেছেন, “বিয়ে খুব ভাল জিনিস। তুমি খুব তাড়াতাড়ি ব্যাপারটা সেরে ফেলেছো।” একটু থেমে ধোনি বলেন, “কেউ কেউ আগুন নিয়ে খেলতে পছন্দ করে। ও তাদেরই একজন।” ধোনির এই কথায় কেউ হাসি চাপতে পারেননি।
মজা করে নিজের অভিজ্ঞতার কথাও জানিয়েছেন ধোনি। বলেন, “তুমি বিশ্বকাপ জিতেছ না জেতোনি তা জানার দরকার নেই। এক বার বিয়ে হলে সব স্বামীর অবস্থাই সমান হয়।” এর পর আবার পাত্রের দিকে তাকিয়ে ধোনি বলেন, “তুমি যদি ভাবো তোমার স্ত্রী আলাদা, তা হলে ভুল ভাবছ।”
পাত্রীকেও পরামর্শ দেন ধোনি। হাসতে হাসতে বলেন, “যদি স্বামী রেগে যায় তা হলে সেই মুহূর্তে কিছু বোলো না। আমরা পাঁচ মিনিটে শান্ত হয়ে যাই। কারণ আমরা নিজেদের ক্ষমতা জানি।”
ধোনির এই ভিডিয়ো দেখে অনুরাগীরা বলেছেন, অনায়াসে তিনি ‘ম্যারেজ কাউন্সেলর’ হয়ে যেতে পারেন। কেউ কেউ আবার ‘স্ট্যান্ডআপ কমেডিয়ান’ হওয়ার অনুরোধও করেছেন।