পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনাল না খেলার সিদ্ধান্ত নেওয়ার পর ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস’ (ডব্লিউসিএল) থেকে নাম প্রত্যাহার করে নিল ভারত। ইংল্যান্ডে আয়োজিত প্রতিযোগিতাতে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন যুবরাজ সিংহ, শিখর ধাওয়ানেরা। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে (ইসিবি) চিঠি দিয়ে সরকারি ভাবে দল তুলে নেওয়া হয়েছে।
প্রতিযোগিতার সেমিফাইনালে বৃহস্পতিবার পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স দলের। গ্রুপ পর্বের ম্যাচের মতোই সেমিফাইনাল না খেলার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিকাংশ ক্রিকেটার। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদেই এই সিদ্ধান্ত তাঁদের। এর আগে গ্রুপ পর্বে ভারত বনাম পাকিস্তানের ম্যাচও বাতিল হয়ে গিয়েছিল। ভারতের একাধিক ক্রিকেটার খেলতে রাজি না হওয়ায় ম্যাচ আয়োজন সম্ভব হয়নি। বৃহস্পতিবারের সেমিফাইনালের বিরোধিতা করে ভারতের একটি স্পনসরকারী সংস্থাও নিজেদের সরিয়ে নেয়। তার পর বেঁকে বসেন ধাওয়ান, সুরেশ রায়না, ইরফান পাঠান, ইউসুফ পাঠানের মতো ক্রিকেটারও। দলের বৈঠকে শেষ পর্যন্ত প্রতিযোগিতা থেকেই নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয় ইসিবি কর্তাদের। ভারত সরে দাঁড়ানোয় শাহিদ আফ্রিদিরা সরাসরি ফাইনালে চলে যাবেন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনই বলা হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ়কে হারিয়ে গ্রুপ পর্বে চতুর্থ স্থানে শেষ করেছে ভারত। একটি জয়, তিনটি হার এবং একটি ম্যাচ বাতিল হয়েছে। গ্রুপে সবার উপরে শেষ করেছে পাকিস্তান। তারা চারটি ম্যাচ জিতেছে। একটি ম্যাচ বাতিল হয়েছে। প্রতিযোগিতার ফরম্যাট অনুযায়ী প্রথম এবং চতুর্থ স্থানে থাকা দল সেমিফাইনাল খেলবে। সেই মতো ভারত এবং পাকিস্তানের ম্যাচ পড়ে। বৃহস্পতিবার খেলা হওয়ার কথা ছিল এজবাস্টনে।