লক্ষ্য ২০২৭ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেই লক্ষ্যেই দৌড় শুরু করেছে বিশ্বের ন’টা দল। তাতে রয়েছে ভারতও। ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই করে টেস্ট ড্র করেছে ভারত। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট বেড়েছে তাদের।
চারটে টেস্টের মধ্যে একটা জিতেছে ভারত। হেরেছে দুটো। একটা টেস্ট ড্র হয়েছে। ফলে ভারতের পয়েন্ট ১৬। শুভমন গিলদের পয়েন্টের শতাংশ ৩৩.৩৩। এই পয়েন্টের শতাংশের উপরেই নির্ভর করে কোন দুই দল ফাইনাল খেলবে। পয়েন্ট তালিকায় আপাতত চার নম্বরে রয়েছে ভারত।
পয়েন্ট তালিকার শীর্ষে অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজ়কে তাদের দেশে তিনটে টেস্টেই হারিয়েছেন প্যাট কামিন্সেরা। তাঁদের পয়েন্ট ৩৬। পয়েন্টের শতাংশ ১০০। দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা। দুটো টেস্টের মধ্যে তারা একটা জিতেছে। অপর টেস্ট ড্র হয়েছে। তাদের পয়েন্ট ১৬। শ্রীলঙ্কার পয়েন্টের শতাংশ ৬৬.৬৭।
ভারতকে দুটো টেস্টে হারিয়েছে ইংল্যান্ড। শ্রীলঙ্কার থেকে বেশি টেস্ট জিতলেও পয়েন্ট তালিকায় তিন নম্বরে রয়েছে তারা। কারণ, ইংল্যান্ড একটা টেস্ট হেরেছে। দুটো টেস্টে জয় ও একটা টেস্ট ড্রয়ের পর তাদের পয়েন্ট হওয়া উচিত ছিল ২৮। কিন্তু লর্ডসে মন্থর বোলিংয়ের জন্য ইংল্যান্ডের ২ পয়েন্ট কাটা গিয়েছে। ফলে তাদের পয়েন্ট ২৬। বেন স্টোকসদের পয়েন্টের শতাংশ ৫৪.১৬।
পাঁচ নম্বরে রয়েছে বাংলাদেশ। দুটো টেস্ট খেলে তারা একটা ড্র করেছে ও একটা হেরেছে। ৪ পয়েন্ট ও ১৬.৬৭ পয়েন্টের শতাংশ তাদের। তিনটে টেস্টই হারায় ওয়েস্ট ইন্ডিজ়ের পয়েন্ট ও পয়েন্টের শতাংশ শূন্য। গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা এ বার এখনও কোনও সিরিজ় খেলেনি। নিউ জ়িল্যান্ড ও পাকিস্তানও খেলা শুরু করেনি। ফলে তারা এখনও কোনও পয়েন্ট পায়নি।