গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে সরে গিয়েছে নিম্নচাপ। ক্রমশ পশ্চিমের দিকে এগিয়ে ঝাড়খণ্ডে অবস্থান করছে। শনিবার দুপুর সাড়ে ১২টার বুলেটিনে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে দক্ষিণবঙ্গে এখনই থামছে না ঝড়বৃষ্টি। দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও। নিম্নচাপ সরে গেলেও উত্তাল থাকবে সমুদ্র। মৎস্যজীবীদেরও জন্যও জারি করা হয়েছে নির্দেশিকা।
হাওয়া অফিসের বিশেষ বুলেটিন বলছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে পশ্চিম দিকে এগিয়ে নিম্নচাপ এখন অবস্থান করছে ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার উপর। শনিবার সকাল সাড়ে ৮টায় সেটি ঝাড়খণ্ডের ডাল্টনগঞ্জের ৮০ কিলোমিটার দক্ষিণে এবং ছত্তীসগঢ়ের অম্বিকাপুরের ৮০ কিলোমিটার পূর্বে ছিল। মধ্যপ্রদেশের উমেরিয়ার থেকে ৩২০ কিলোমিটার পূর্বে রয়েছে সেই নিম্নচাপ। আগামী ২৪ ঘণ্টায় তা শক্তিক্ষয় করে পরিণত হবে সুস্পষ্ট নিম্নচাপে। অন্য দিকে, মৌসুমি অক্ষরেখা অনুপগঢ়, চুরু, গ্বালিয়র, রেওয়ার উপর দিয়ে উত্তর ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গের পুরুলিয়া, কাঁথির উপর দিয়ে গিয়েছে। তার পরে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত চলে গিয়েছে সেই মৌসুমি অক্ষরেখা। তার প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টি চলবে। কয়েক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
রবিবার দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। সেখানে ঝড়ও বইতে পারে। ওই জেলাগুলির পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়ায় ঝড়ের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ওই তিন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। আগামী মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়ায় হতে পারে ভারী বৃষ্টি। আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সতর্কতা জারি করার মতো এখনও পরিস্থিতি তৈরি হয়নি।
উত্তর এবং মধ্য বঙ্গোপসাগর উত্তাল থাকবে। পাশাপাশি, পশ্চিমবঙ্গ, ওড়িশা উপকূলে উত্তাল থাকবে সমুদ্র। ঝোড়ো দমকা হাওয়ার গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। মৎস্যজীবীদের রবিবার পর্যন্ত সাগরের ওই অংশে যেতে নিষেধ করা হয়েছে।
উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার উত্তরের আট জেলাতেই হলুদ সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে হতে পারে ভারী বৃষ্টি। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টির জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা। সোমবার ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। সেখানে জারি হলুদ সতর্কতা। বাকি জেলায় সতর্কতা জারি করা না হলেও চলবে ঝড়বৃষ্টি। মঙ্গল এবং বুধবারও বৃষ্টি চলবে উত্তরের আট জেলায়। বৃহস্পতিবার থেকে বাড়বে ঝড়বৃষ্টি। ওই দিন জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হতে পারে ভারী বৃষ্টি। আগামী শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে হতে পারে ভারী বৃষ্টি।