ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট দেখতে লর্ডসে গিয়েছিলেন জিতেশ শর্মা। ভারতের তরুণ উইকেটরক্ষক-ব্যাটারকে স্টেডিয়ামে ঢুকতে বাধা দিচ্ছেন নিরাপত্তাকর্মীরা। সমাজমাধ্যমে এমন একটি ভিডিয়ো ঘিরে তৈরি হয় বিতর্ক। ঠিক কী ঘটেছিল, জানিয়েছেন দীনেশ কার্তিক।
লর্ডসের গেটে জিতেশের আটকে পড়ার ভিডিয়ো ভাইরাল হওয়ার পর সোচ্চার হন ক্রিকেটপ্রেমীদের একাংশ। দেশের হয়ে ন’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা উইকেটরক্ষক-ব্যাটারের সঙ্গে লর্ডসের নিরাপত্তাকর্মীদের আচরণ নিয়ে প্রশ্ন তোলা হয়। লর্ডসে শুভমন গিলদের সঙ্গে বেন স্টোকসদের লাল বলের লড়াই দেখতে গিয়ে কি সত্যিই ফিরে আসতে হয় জিতেশকে? তিনি কি খেলা দেখতে পারেননি? তাঁকে কেন আটকে দেন স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীরা। নানা প্রশ্ন উঠতে শুরু করে।
সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়োর ব্যাখ্যা দিয়েছেন কার্তিক। জাতীয় দলের প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটার বলেছেন, ‘‘যেমনটা মনে করা হচ্ছে, তেমন কিছু হয়নি। জিতেশকে আমি ধারাভাষ্যকারদের বক্সে আমন্ত্রণ জানিয়েছিলাম। ওকে বক্সে আসতে বাধা দেন নিরাপত্তাকর্মীরা। জানার পর আমি গিয়ে ওকে নিয়ে আসি। ধারাভাষ্যকারদের বক্সে এসে সকলের সঙ্গে কথা বলে গিয়েছে জিতেশ। ঘটনাটি ঘটেছিল মিডিয়া সেন্টারের নীচের গেটে। মাঠের প্রবেশপথের বাইরে নয়।’’ কার্তিক আরও বলেছেন, ‘‘বিষয়টিকে যে ভাবে দেখানো হচ্ছে, তা নয়। সমাজমাধ্যম থেকে অনেক বিভ্রান্তি তৈরি হয়। এটাও তেমনই একটা।’’ উল্লেখ্য, অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির অন্যতম ধারাভাষ্যকার কার্তিক।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএল খেলেন ৩১ বছরের জিতেশ। তিনিও উইকেটরক্ষক-ব্যাটার। তাই দলের মেন্টর কার্তিকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে জিতেশের। সেই সুত্রেই তাঁকে লর্ডসের ধারাভাষ্যকারদের বক্সে আমন্ত্রণ জানিয়েছিলেন কার্তিক।