পশ্চিমবঙ্গ উপকূলে তৈরি হয়েছে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বিশেষ বুলেটিন প্রকাশ করে জানিয়েছে, শক্তি বাড়িয়ে এই নিম্নচাপ আগামী ২৪ ঘণ্টার মধ্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি করা হয়েছে সতর্কতাও। দুর্যোগের সম্ভাবনা উত্তরবঙ্গেও। নিম্নচাপ (Depression) কাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে ক্রস করবে। এরপর পশ্চিমাঞ্চলের জেলা হয়ে ঝাড়খন্ড (Jharkhand) যাবে। ঘূর্ণাবর্ত (Cyclonic System) নিজের শক্তি বাড়াচ্ছে। আর কয়েক ঘণ্টার মধ্যে এটি নিম্নচাপে (Depression) পরিণত হওয়ার অত্যন্ত প্রবল সম্ভাবনা। এই মুহূর্তে এটি উত্তর ওড়িশা ও বাংলার উপকূলে অবস্থান করেছে। নিম্নচাপ তৈরির পর প্রথমে রাজ্যের উপকূলীয় জেলা, তারপর পশ্চিমাঞ্চলের জেলা হয়ে এই সিস্টেম ঝাড়খন্ডের দিকে যাবে। একইসঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা।
হলুদ সতর্কতা:
মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড়ের পূর্বাভাস রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টি হতে পারে। বুধবারও কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে ঝড় চলবে আগামী রবিবার পর্যন্ত। তবে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত জেলাগুলিতে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি।
কোথায় রয়েছে নিম্নচাপটি:
দক্ষিণ-পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর নিম্নচাপটি রয়েছে।
দক্ষিণ-পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর নিম্নচাপটি গত ৬ ঘন্টা ধরে ৮ কিমি/ ঘণ্টা বেগে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে এবং আজ, ১৪ জুলাই ২০২৫ তারিখে ভারতীয় সময় বিকেল সাড়ে ৫.৩০ মিনিটে অক্ষাংশ ২৩.৩° উত্তর এবং লম্ব ৮৮.৪° পূর্ব, কলকাতা থেকে প্রায় ৯০ কিমি উত্তরে এবং বর্ধমান থেকে ৫০ কিমি পূর্বে অবস্থিত একই অঞ্চলের উপর কেন্দ্রীভূত ছিল।
আগামী ২৪ ঘন্টায় এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ:
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি ক্রমশ নিজের শক্তি বাড়াচ্ছে। আর কয়েক ঘণ্টার মধ্যে এটি নিম্নচাপে পরিণত হওয়ার অত্যন্ত প্রবল সম্ভাবনা। এই মুহূর্তে এটি উত্তর ওড়িশা ও বাংলার উপকূলে অবস্থান করেছে। নিম্নচাপ তৈরির পরে প্রথমে রাজ্যের উপকূলীয় জেলা, তারপর পশ্চিমাঞ্চলের জেলা হয়ে সিস্টেমটি ঝাড়খণ্ডের দিকে যাবে। একইসঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখাও। এই সিস্টেমের প্রভাবে ভারি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি উত্তরবঙ্গে। বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা মাঝারি বৃষ্টির সতর্কতা বাকি সব জেলাতেই।
আজকের আবহাওয়া:
আজ সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুরে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ছয় জেলায়। বাঁকুড়া পুরুলিয়া পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। আগামীকাল মঙ্গলবার পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। পরশু বুধবারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বেশি হবে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়।
উত্তরেও বর্ষার ভ্রুকুটি:
সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল মঙ্গলবার দার্জিলিং জলপাইগুড়ি মালদা উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা।
নদীজলবৃদ্ধি, প্লাবন, ট্রাফিকে ছন্দপতন
উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই ভারী বৃষ্টি। নদীর জলস্তর বৃদ্ধির সম্ভাবনা। নিচু এলাকা প্লাবিত হতে পারে। শহরাঞ্চলে ট্রাফিক মুভমেন্ট স্লো হতে পারে। শহর-এলাকায় পুরনো জরাজীর্ণ বাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে।
সমুদ্র উত্তাল:
নিম্নচাপ তৈরি হচ্ছে। সমুদ্র উত্তাল থাকবে। এই কারণে আজ বিকেল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বাংলা ও উড়িষ্যার মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।