মায়ের জন্মদিনেই খুন হয়ে গেলেন হরিয়ানার টেনিস খেলোয়াড় রাধিকা যাদব! যখন তাঁকে লক্ষ্য করে তাঁর বাবা দীপক যাদব গুলি করেন, তখন রান্নাঘরে মায়ের জন্য বিশেষ রান্না করছিলেন তিনি। ইচ্ছা ছিল, ‘সারপ্রাইজ়’ দেবেন মাকে। তা আর হল না। বাবা দীপক যাদবের গুলিতে খুন হন রাধিকা!
1/7
রাধিকা যাদব হত্যাকাণ্ড

টেনিস খেলোয়াড় রাধিকা যাদব (Radhika Yadav) হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর মোড়। ময়নাতদন্তে (Autopsy Report) উঠে এসেছে যে, রাধিকার শরীরে চারটি বুলেটের চিহ্ন রয়েছে—সবই বুকের সামনের দিকে। অথচ এফআইআরে তাঁর বাবা দীপক যাদব দাবি করেছিলেন, তিনি পেছন থেকে গুলি চালিয়েছিলেন এবং তিনটি গুলি লাগে। এই দাবি এখন প্রশ্নের মুখে।
2/7
রাধিকা যাদব হত্যাকাণ্ড

সরকারি হাসপাতালের বোর্ড সদস্য ও সার্জন ডা. দীপক মাথুর সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘রাধিকাকে সামনে থেকে চারবার গুলি করা হয়েছে। সবকটি বুলেট বুক লক্ষ্য করে ছোঁড়া হয়’। ময়নাতদন্তের পর বুলেটগুলি বের করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
3/7
রাধিকা যাদব হত্যাকাণ্ড

পুলিসের এফআইআরে লেখা হয়েছে, দীপক যাদব নিজেই মেনে নিয়েছেন যে তিনি পেছন থেকে গুলি চালান। কিন্তু ময়নাতদন্তের এই প্রতিবেদনের সঙ্গে সেই বয়ানের সঙ্গে স্পষ্ট ফারাক রয়েছে। ফলে রাধিকার মৃত্যুর প্রকৃত পরিস্থিতি নিয়ে নতুন করে সন্দেহ তৈরি হয়েছে।
4/7
রাধিকা যাদব হত্যাকাণ্ড

২৫ বছর বয়সি জাতীয় স্তরের টেনিস খেলোয়াড় রাধিকা যাদবকে (Tennis Player Radhika Yadav Murder Case) বৃহস্পতিবার সকালে তাঁর নিজের বাড়িতেই গুলি করে খুন করা হয়। পুলিসের সূত্রে প্রথমে দাবি করা হয়, গ্রামের লোকের টিপ্পনিতে বিরক্ত হয়ে দীপক বারবার মেয়েকে টেনিস অ্যাকাডেমি বন্ধ করতে বলেন। কিন্তু রাধিকা তাতে রাজি হননি। সেই বিরোধই নাকি পরিণত হয় খুনে।
5/7
রাধিকা যাদব হত্যাকাণ্ড

আরও একটি দিক উঠে এসেছে—রাধিকার সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকা। সম্প্রতি একটি মিউজিক ভিডিও ‘কারওয়াঁ’-তে তাঁকে দেখা গিয়েছে। পুলিশ এখন খতিয়ে দেখছে, সেই ভিডিও এবং রাধিকার সোশ্যাল মিডিয়া উপস্থিতির সঙ্গে এই হত্যার কোনও যোগসূত্র আছে কি না।
6/7
রাধিকা যাদব হত্যাকাণ্ড

এই ঘটনা এখন নতুন মোড় নিয়েছে। তদন্তকারীরা দীপক যাদবের বয়ান ও ময়নাতদন্তের তথ্যের মধ্যে ফারাক নিয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছেন।
7/7
রাধিকা যাদব হত্যাকাণ্ড
