ভেঙে পড়েছে সেতু (Vadodara Bridge Collapse)। নদীর অথৈ জলে ছিটকে পড়েছে সন্তান। মৃত্যু হয়েছে ছেলের। কোল খালি হয়ে গিয়েছে তাঁর। কিন্তু মায়ের অবুঝ মন সেই সত্যি মানতে নারাজ। তাই দু-হাতেই মহিসাগর নদীর ‘জল সরিয়ে’ ছেলেকে খুঁজে পাওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এক হতভাগ্য মা। মহিসাগর নদীর (Mahisagar River) একবুক জলে দাঁড়িয়ে ছেলে হারানোর যন্ত্রণায় কেঁদেই চলেছেন মা।
ভাইরাল হয়েছে এমনই এক ভিডিয়ো। যে ভিডিয়ো দেখে চোখের জল বাঁধ মানছে না নেটিজেনদের। বুধবার গুজরাটের ভদোদরায় ভেঙে পড়ে মহিসাগর নদীর উপর গম্ভীরা সেতু ((Gambhira Bridge Collapse)। মর্মান্তিক সেই দুর্ঘটনায় ১১ জনের প্রাণহানি হয়েছে। যার মধ্যে রয়েছে ওই মহিলার ছেলেও। বুধবার সকালের ব্যস্ত সময়ে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার সময় দুটি ট্রাক, একটি বোলেরো এসইউভি ও একটি পিকআপ ভ্যান সহ মোট ৪টি গাড়ি সেতু পার হচ্ছিল। মর্মান্তিক সেই ভিডিয়ো-
১৯৮৬ সালে তৈরি এই গম্ভীরা সেতুটি দক্ষিণ গুজরাট ও সৌরাষ্ট্রের মধ্যে যাতায়াতের জন্য একটি গুরুত্বপূর্ণ শর্টকাট ছিল। হঠাৎ করে ভেঙে পড়ার ফলে, চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন নিত্যযাত্রীরা। তাঁদের এখন ভাসাদ হয়ে ঘুরে যেতে হবে। প্রায় ৫০ কিলোমিটার বেশি রাস্তা যেতে হবে। যার ফলে ভাসাদ টোল রোডে ভারী যানজটের তৈরির সম্ভাবনা ও আশঙ্কা দুটোই রয়েছে।