Bad road, Narayangar, রাস্তার অবস্থা বেহাল, কাঁধে ঝুলিয়ে হাসপাতালে নিয়ে যেতে হলো রোগীকে

রাস্তার অবস্থা বেহাল, তাই অসুস্থ মহিলাকে কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে মূল রাস্তায়। এই ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলায়। অভিযোগ, পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের নারায়ণগড় ২ নম্বর গ্রামরাজ অঞ্চলের সানদেউলি গ্রামে ঢোকার রাস্তার এই অবস্থা। প্রায় ৭০০ মিটার রাস্তার অবস্থা এমনই খারাপ, যে সেই রাস্তা দিয়ে যাতায়াত করায় দুর্বিষহ। অসুস্থ হয়ে পড়লে বর্ষাকালে বা বৃষ্টি হলে তাকে এভাবেই নিয়ে আসতে হয় বলে অভিযোগ স্থানীয়দের।

সানদেউলি গ্রামের বাসিন্দা ৬৫ বছরের সরস্বতী সামট হার্টের রোগী। হঠাৎ তিনি অসুস্থ হওয়ায় গ্রাম থেকে মেন রাস্তা পর্যন্ত বের করে নিয়ে আসতে হচ্ছে ঠিক এভাবেই। তারা নিজের ছেলে এবং গ্রামের ছেলেরা একত্রিত হয়ে কাঁধে ঝুলিয়ে অসুস্থ মহিলাকে নিয়ে আসেন মেইন রাস্তা পর্যন্ত। কারণ টানা বৃষ্টিতে গ্রামের ঢোকার রাস্তা একরকম বন্ধ। ওই এলাকায় প্রায় ২৫ থেকে ৩০টি এসসি সম্প্রদায়ের মানুষ বসবাস করেন বলে দাবি ওই এলাকার বাসিন্দাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.