তিরন্দাজিতে ভারতের মুখ উজ্জ্বল করেছেন ঋষভ যাদব ও জ্যোতি সুরেখা ভেন্নাম বিশ্বরেকর্ড করেছেন। স্পেনের মাদ্রিদে তিরন্দাজির বিশ্বকাপে মিক্সড টিম ইভেন্টে এই রেকর্ড করেছেন তাঁরা। দুই তিরন্দাজ মোট ৭০ বার ‘বুল্স আই’ মেরেছেন।
মাদ্রিদে প্রতিযোগিতায় দুই ভারতীয় মিলে মোট ১৪৩১ পয়েন্ট স্কোর করেছেন। এর আগে এই বিশ্বরেকর্ড ছিল ডেনমার্কের তানজা গেলেনথিয়েন ও মাথিয়াস ফুলেরটনের দখলে। ২০২৩ সালের ইউরোপীয় গেমসে ১৪২৯ পয়েন্ট পেয়েছিলেন তাঁরা। ২ পয়েন্টের জন্য তাঁদের ছাপিয়ে গিয়েছেন ভারতীয় জুটি।
মাদ্রিদে বিশ্বকাপে পুরুষদের কম্পাউন্ড কোয়ালিফিকেশন রাউন্ডে ৭১৬ পয়েন্ট স্কোর করেন ঋষভ। ৭২ বারের মধ্যে ৬৮ বার ১০ পয়েন্ট স্কোর করেন ভারতীয় তিরন্দাজ। তার মধ্যে ৩৫ বার ‘বুল্স আই’ মারেন তিনি। এটাই তাঁর সবচেয়ে ভাল ফল। মহিলাদের কম্পাউন্ড কোয়ালিফিকেশনে জ্যোতি স্কোর করেছেন ৭১৫ পয়েন্ট। তিনিও ৭২ বারের মধ্যে ৬৮ বার ১০ স্কোর করেছেন। ঋষভের মতো জ্যোতিও ৩৫ বার ‘বুল্স আই’ মেরেছেন।
বিশ্বরেকর্ডের পর ঋষভ বলেন, “এ বার অলিম্পিক্সে মিক্সড টিম ইভেন্ট আছে। তার আগে এই সাফল্য আমাদের আত্মবিশ্বাস আরও বাড়াবে। আমরা এই বছরের শুরুতে ফ্লরিডায় সোনা জিতেছিলাম। কিন্তু তার পর দুটো প্রতিযোগিতায় নামিনি। এ বার আবার একটা প্রতিযোগিতায় একসঙ্গে খেললাম। আমাদের দু’জনের পারফরম্যান্সই ভাল হয়েছে।”
জ্যোতি জানিয়েছেন, ভাল খেললেও কোথাও একটা সমস্যা হচ্ছিল তাঁর। সেটা কাটিয়ে উঠতে পেরেছেন। জ্যোতি বলেন, “এই বছর আমি ভাল খেলছি। কিন্তু তা-ও মনে হচ্ছিল, কিছু একটা সমস্যা হচ্ছে। কিন্তু বিশ্বকাপে সেটা কাটিয়ে উঠতে পেরেছি। এখন আত্মবিশ্বাস অনেকটা বেশি। আশা করছি আগামী দিনেও ভাল খেলব।” এর পর চিনে বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপ রয়েছে। সেখানে খেলার যোগ্যতা অর্জন করেছেন ঋষভ ও জ্যোতি।