আবার বিতর্কে শুভমন! ভারতীয় বোর্ডকে ৩০০ কোটি টাকার ধাক্কা দিতে পারেন ভারত অধিনায়ক

ব্যাট হাতে একের পর এক রেকর্ড ভাঙার পাশাপাশি একের পর এক বিতর্কেও জড়িয়ে পড়ছেন শুভমন গিল। এ বার নতুন এক কাণ্ড করেছেন তিনি। তাঁর কাজে এ বার চাপে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রায় ৩০০ কোটি টাকা ক্ষতি হতে পারে তাদের।

এজবাস্টনে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন ভারত ৮৩ ওভার ব্যাট করে ডিক্লেয়ার করে। ভারত কখন ডিক্লেয়ার করবে সে দিকেই সকলের নজর ছিল। কিন্তু একের পর এক ব্যাটার নামছিলেন। অবশেষে চা বিরতির পর আরও এক ঘণ্টা খেলে ডিক্লেয়ার করে ভারত। সাজঘর থেকে বারান্দায় গিয়ে মাঠ থেকে রবীন্দ্র জাডেজা ও ওয়াশিংটন সুন্দরকে ডেকে নেন শুভমন।

ভারত অধিনায়ক যখন দুই ক্রিকেটারকে ডাকছেন তখন তাঁর পরনে ছিল একটা কালো রঙের ইনার। তাতে ছিল নাইকি-এর লোগো। তাতেই সমস্যা হয়েছে। ভারতের পুরুষ, মহিলা ও যুব দলের কিট স্পনসর অ্যাডিডাস। ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি হয়েছে তাদের। নাইকি ও অ্যাডিডাস দুই বিরোধী সংস্থা। বাজার দখলের লড়াই চলে তাদের মধ্যে। সেখানে অ্যাডিডাসের বিরোধী সংস্থার লোগো লাগানো পোশাক পরে বিতর্ক বাড়িয়েছেন শুভমন।

২০২৮ সালের মার্চ মাস পর্যন্ত অ্যাডিডাসের সঙ্গে চুক্তি হয়েছে ভারতীয় বোর্ডের। প্রতি ম্যাচের জন্য বোর্ডকে ৭৫ লক্ষ টাকা করে দেবে তারা। ২০২৩ সালের জুন থেকে ২০২৮ সালের মার্চ, অর্থাৎ, চার বছর ন’মাসের জন্য বোর্ডকে প্রায় ৩০০ কোটি টাকা দিতে হবে তাদের। এই পরিস্থিতিতে ভারত অধিনায়ক তাদের বিরোধী সংস্থার লোগো লাগানো পোশাক পরলে তা ভাল ভাবে নেবে না অ্যাডিডাস। বোর্ডের সঙ্গে কথা বলতে পারে তারা। যদি অ্যাডিডাস চুক্তি ভেঙে দেয় তা হলে অনেক লোকসান হবে বিসিসিআইয়ের।

এর আগে হেডিংলেতে প্রথম টেস্টে দু’বার বিতর্কে জড়িয়েছিলেন শুভমন। প্রথমে কালো রঙের মোজা পরে খেলতে নেমেছিলেন তিনি। ক্রিকেটে সাদা রঙের মোজা ছাড়া কিছু পরা যায় না। পরের দিন অবশ্য সাদা মোজা পরে নামেন তিনি। ফিল্ডিং করার সময় জার্সির ভিতরে লাল রঙের একটা ইনার পরেছিলেন শুভমন। সেটাও টেস্টের নিয়মবিরুদ্ধ। সেই দুই ঘটনায় অবশ্য আইসিসি এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়নি। এ বার দেখার ভারতীয় বোর্ড শুভমনকে সতর্ক করে কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.