টেস্টে শুভমনের ২০০ দেখে এক দিনের ক্রিকেটে ২০০ করার স্বপ্ন দেখছে ১৪ বছরের বৈভব

ইংল্যান্ডে গিয়ে যুব দলের এক দিনের সিরিজ়ে ভাল ফর্মে রয়েছে বৈভব সূর্যবংশী। শনিবার চতুর্থ ম্যাচে ঝোড়ো শতরান করে একাধিক নজির গড়েছে সে। এ বার সে জানাল, এক দিনের ক্রিকেটে ২০০ করা তার স্বপ্ন। তার অনুপ্রেরণা এজবাস্টনে শুভমন গিলের ইনিংস।

গত বৃহস্পতিবার এজবাস্টনে খেলা দেখতে গিয়েছিল ভারতের অনূর্ধ্ব-১৯ দল। চোখের সামনে শুভমনের দ্বিশতরান দেখেছিল বৈভব। তার পরে বোর্ডের এক ভিডিয়োয় জানিয়েছিল, ভবিষ্যতে লাল বলের ক্রিকেটেও খেলতে চায়।

তবে সাদা বলের ক্রিকেটে নজির গড়ার পর বৈভব থামতে চাইছে না। আরও বেশি নজির গড়াই লক্ষ্য তাঁর। ভারতীয় বোর্ডের পোস্ট করা একটি ভিডিয়োয় বলেছে, “শুভমনের থেকে অনেক অনুপ্রেরণা পেয়েছি। কারণ চোখের সামনে ওর খেলা দেখেছি। ১০০ এবং ২০০ করার পরেও ও হাল ছাড়েনি। নিজের ইনিংস আরও এগিয়ে নিয়ে গিয়েছে।”

বৈভব আরও বলেছে, “আমি চেষ্টা করব পরের ম্যাচে ২০০ করতে। পুরো ৫০ ওভার খেলার চেষ্টা করব। আমি যত বেশি রান করব ততই দলের ভাল হবে। কী ভাবে পুরো ম্যাচ খেলা যায় সেটার উপর আরও মনোযোগ দিতে হবে।”

শনিবারের ম্যাচে ৭৮ বলে ১৪৩ রান করেছে বৈভব। দ্বিতীয় উইকেটে বিহান মলহোত্রর সঙ্গে ২১৯ রান করেছে। তবে বাঁ হাতি ব্যাটার জানিয়েছে, আরও বেশি ওভার ব্যাট করতে পারত সে। বৈভবের কথায়, “আমি আরও বেশি সময় ব্যাট করতে পারতাম। হাতে অনেক সময় ছিল। যখন আউট হলাম, তখনও ২০ ওভার খেলা বাকি ছিল। তাই আমার উচিত ছিল আরও বেশি সময় খেলা।”

বৈভবের সংযোজন, “যে শটে আউট হয়েছি ওটা ১০০ শতাংশ সঠিক ছিল না। তাই জন্যই ঠিক করে শটটা খেলতে পারিনি।”

শনিবারের ম্যাচে সে যে এত নজির গড়ে ফেলেছে সেটা জানতই না বৈভব। সাজঘরের ফেরার পর জানতে পারে। বৈভবের কথায়, “আমি জানতামই না যে, শতরান করার পর রেকর্ড করে ফেলেছি। টিম ম্যানেজার অঙ্কিত স্যর এসে বললেন যে, আমি রেকর্ড করেছি। সবাই এসে আমাকে শুভেচ্ছা জানাচ্ছিলেন। দলের হয়ে কিছু করতে পেরেছি এটা ভেবেই আমি খুশি। পরিবার এবং বন্ধুদের সঙ্গে কথা বলে সময়টা উপভোগ করতে চাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.