সিবিআইয়ের অভিযোগ, পরিদর্শনের সময়সূচি এবং মূল্যায়নকারীদের নাম-সহ গোপনীয় তথ্য কয়েকটি বেসরকারি মেডিক্যাল কলেজের প্রতিনিধিদের কাছে আগে থেকেই প্রকাশ করা হয়েছিল।

—প্রতিনিধিত্বমূলক চিত্র।
ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট-এ প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়মের ঘটনা গত বছর বিতর্ক তৈরি করেছিল দেশ জুড়ে। দেওয়া হয়েছিল সিবিআই তদন্তের নির্দেশ। এ বার সামনে এল নতুন দুর্নীতির অভিযোগ!
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, জাতীয় চিকিৎসা কমিশন (এনএমসি), দেশের বেসরকারি মেডিক্যাল কলেজগুলির বেশ কয়েকজন প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-র প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে চলতি সপ্তাহে একটি এফআইআর দায়ের করেছে সিবিআই। তাতে অভযোগ করা হয়েছে, স্বাস্থ্য মন্ত্রক এবং এনএমসির অভিযুক্ত আধিকারিকেরা মেডিক্যাল কলেজগুলির পরিদর্শন, স্বীকৃতি এবং লাইসেন্স পুনর্নবীকরণ প্রক্রিয়া সম্পর্কিত গোপনীয় ফাইলগুলি বেআইনি ভাবে দেখার সুবিধা দিয়েছিলেন কয়েকটি বেসরকারি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে!
সিবিআইয়ের অভিযোগ, পরিদর্শনের সময়সূচি এবং মূল্যায়নকারীদের নাম-সহ গোপনীয় তথ্য কয়েকটি বেসরকারি মেডিক্যাল কলেজের প্রতিনিধিদের কাছে আগে থেকেই প্রকাশ করা হয়েছিল। যা পুরোপুরি বেআইনি এর ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলি সরকারি পরিদর্শনের সময় ‘প্রতারণামূলক ব্যবস্থা’র বন্দোবস্ত করতে সক্ষম হয়েছিল বলেও অভিযোগ করা হয়েছে এফআইআর-এ! এ ক্ষেত্রে ঘুষের আদানপ্রদানের অভিযোগও এনেছে সিবিআই।
ইউজিসির প্রাক্তন চেয়ারম্যান ডিপি সিংহের নাম আলাদা ভাবে এফআইআর-এ উল্লেখ করেছে সিবিআই। কারণ, বেসরকারি মেডিক্যাল কলেজগুলির পরিকাঠামো এবং পঠনপাঠন সংক্রান্ত গাফিলতির দিকগুলির চিহ্নিত করা সংশ্লিষ্ট সংস্থার দায়িত্ব। স্বাস্থ্য মন্ত্রকের অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা বেসরকারি মেডিক্যাল কলেজের পরিদর্শনের রিপোর্ট সংক্রান্ত ফাইলগুলির ছবি তুলে তা পাচার করেছেন। তার মধ্যে ওই বেসরকারি মেডিক্যাল কলেজগুলি সম্পর্কে উচ্চপদস্থ আধিকারিকদের ‘গোপনীয় মন্তব্য’ ছিল।