প্রত্যাশা মতো সহজে উইম্বলডনের তৃতীয় রাউন্ডে পৌঁছলেন নোভাক জোকোভিচ। দ্বিতীয় রাউন্ডে জয় পেলেন ১১তম বাছাই অ্যালেক্স ডি মিনাউরও। মহিলাদের সিঙ্গলসে তৃতীয় রাউন্ডে অষ্টম বাছাই ইগা শিয়নটেক, সপ্তম বাছাই মিরা আন্দ্রিভা, দশম বাছাই এমা নাভারো, ১১তম বাছাই এলিনা রিবাকিনা।
অঘটনের উইম্বলডনে একের পর এক বাছাই তারকা ছিটকে গিয়েছেন প্রথম তিন দিনে। তবে সে সবের কোনও প্রভাব পড়ল না ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিকের খেলায়। ব্রিটেনের অবাছাই খেলোয়াড় ড্যান ইভান্স জোকারকে তেমন চ্যালেঞ্জের মুখেই ফেলতে পারলেন না। ১ ঘণ্টা ৪৭ মিনিটের লড়াই সরাসরি সেটে জিতলেন জোকোভিচ। তাঁর পক্ষে ম্যাচের ফল ৬-৩, ৬-২, ৬-০। খেলা যত এগিয়েছে, তত দাপট বেড়েছে বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস খেলোয়াড়ের। এ দিন জয়ের সঙ্গে সঙ্গে একটি নজিরও গড়লেন জোকোভিচ। এই নিয়ে ১৯ বার উইম্বলডনের তৃতীয় রাউন্ডে পৌঁছোলেন জোকোভিচ। টেনিসের ওপেন যুগে আর কারও এই কৃতিত্ব নেই। বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যামে জিতলেন নিজের ৯৯তম ম্যাচ।
মহিলাদের সিঙ্গলসে জয় পেলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর শিয়নটেকও। তবে যথেষ্ট লড়াই করে জিততে হল তাঁকে। তিনি আমেরিকার অবাছাই খেলোয়াড় ক্যাটি ম্যাকন্যালিকে হারালেন ৫-৭, ৬-২, ৬-১ ব্যবধানে। প্রথম সেটে হাড্ডিহাড্ডি লড়াই হয় দু’জনের। শেষ পর্যন্ত ৫৯ মিনিটে হার মানতে বাধ্য হন শিয়নটেক। তবে পরের দু’টি সেটে প্রতিপক্ষকে আর দাঁড়াতে দেননি। ম্যাচ শেষ করেন ২ ঘণ্টা ২৫ মিনিটে।
অন্য বাছাই খেলোয়াড়দের মধ্যে বৃহস্পতিবার জয় পেলেন অস্ট্রেলিয়ার মিনাউর। পুরুষ সিঙ্গলসের ১১তম বাছাই ফ্রান্সের আর্থার কাজ়াক্সকে ৪-৬, ৬-২, ৬-৪, ৬-০ ব্যবধানে হারাতে সময় নিলেন ২ ঘণ্টা ৪৮ মিনিট। মহিলা সিঙ্গলসে সপ্তম বাছাই আন্দ্রিভা ৬-১, ৭-৬ (৭-৪) ব্যবধানে জিতলেন ইটালির লুসিয়া ব্রোঞ্জেট্টির বিরুদ্ধে। দশম বাছাই নাভারো ৬-১, ৬-২ ব্যবধানে সহজ জয় পেলেন ভেরোনিকা কুদেরমেটোভার বিরুদ্ধে। তৃতীয় রাউন্ডে উঠতে তিনি সময় নিলেন ১ ঘণ্টা ১৪ মিনিট। একাদশ বাছাই রিবাকিনাও সহজে দ্বিতীয় রাউন্ডের বাঁধা টপকালেন। ১ ঘণ্টা ২ মিনিটের লড়াইয়ে ৬-৩, ৬-১ ব্যবধানে হারালেন গ্রিসের মারিয়া সাক্কারিকে।
পুরুষদের ডাবলসের দ্বিতীয় রাউন্ডে উঠল ভারতের শ্রীরাম বালাজি এবং মেক্সিকোর মিগুয়েল ভারেলা জুটি। তাঁরা ৬-৪, ৬-৪ ব্যবধানে হারিয়েছেন আমেরিকার লার্নার তিয়েন-আলেকজান্ডার কোভাসেভিচ জুটিকে। প্রথম রাউন্ডে হেরে গেল ভারতের অর্জুন খাড়ে এবং চেকিয়ার ভিট কোপ্রিভা জুটি। তাঁরা ৪-৬, ৪-৬ ব্যবধানে হারলেন আমেরিকার রায়ান সেগারম্যান এবং অস্ট্রেলিয়ার ম্যাথু ক্রিস্টোফার রোমিয়োস জুটির কাছে।