এজবাস্টনে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের মাঝেই সুখবর পেলেন ঋষভ পন্থ। হেডিংলেতে প্রথম টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে দুই ইনিংসেই শতরান করেছেন ঋষভ পন্থ। ভাল খেলার পুরস্কার পেয়েছেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটার। আইসিসি-র টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় উপরে উঠেছেন তিনি।
বুধবার প্রকাশিত নতুন ক্রমতালিকায় পন্থ রয়েছেন ছ’নম্বরে। এর আগে সাত নম্বরে ছিলেন তিনি। হেডিংলেতে জোড়া শতরানে তাঁর রেটিং বেড়েছে। এখন তাঁর রেটিং ৮০১। এটাই টেস্টে পন্থের সেরা রেটিং। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে অবশ্য রান পাননি পন্থ। ২৫ রান করে শোয়েব বশিরের বলে আউট হন তিনি।
পন্থ উপরে ওঠায় এক ধাপ নীচে নেমেছেন দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক টেম্বা বাভুমা। তাঁর রেটিং ৭৯৮। তালিকায় সকলের উপরে ইংল্যান্ডের জো রুট। তাঁর রেটিং ৮৮৯। অর্থাৎ, পন্থের থেকে ৮৮ পয়েন্ট বেশি রুটের। দ্বিতীয় স্থানে ইংল্যান্ডেরই হ্যারি ব্রুক। তাঁর রেটিং ৮৭৪। তিন নম্বরে রয়েছেন কেন উইলিয়ামসন। নিউ জ়িল্যান্ডের ক্রিকেটারের রেটিং ৮৬৭।
চার নম্বরে রয়েছেন ভারতের যশস্বী জয়সওয়াল। তিনিও ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে শতরান করেছেন। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে করেছেন ৮৭ রান। যশস্বীর রেটিং ৮৫১। পঞ্চম স্থানে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। তাঁর রেটিং ৮১৬। স্মিথের পরেই রয়েছেন পন্থ।
টেস্টে বোলারদের ক্রমতালিকায় শীর্ষে ভারতের জসপ্রীত বুমরাহ। তাঁর রেটিং ৯০৭। কিন্তু তিনি বাদে প্রথম দশে ভারতের আর কেউ নেই। অলরাউন্ডারদের তালিকাতেও শীর্ষে এক ভারতীয় ক্রিকেটারই রয়েছেন। ৩৭৬ রেটিং নিয়ে সকলের উপরে রবীন্দ্র জাডেজা। তিনি ছাড়া অবশ্য প্রথম দশে আর কোনও ভারতীয় অলরাউন্ডার নেই।