ভারতের অনুশীলনে এ কী অবস্থা! মাঠে দুই পেসার অর্শদীপ সিংহ ও আকাশ দীপ কুস্তি লড়ছেন দলের বোলিং কোচ মর্নি মর্কেলের সঙ্গে। মর্কেল চিৎকার করে বলছেন, “আর অনুশীলন হবে না।” তবে কি ক্রিকেটারদের সঙ্গে কোচের ঝগড়া বেঁধেছে? আসল কারণ কী?
না, সাজঘরে কোনও গন্ডগোল হয়নি। সবটাই হয়েছে মজার ছলে। কেন দুই ক্রিকেটারের সঙ্গে মর্কেলের কুস্তি হয়েছে সে কথা খোলসা করেছেন অর্শদীপ। ভারতীয় পেসার বলেন, “মর্কেল ভাই বলেছিল, আমাদের অনুশীলন শেষ হওয়ার পর ও আমাদের কুস্তির প্যাঁচ দেখাবে। ও নতুন প্যাঁচ শিখেছে। সেই প্যাঁচে আমাদের ধরাশায়ী করবে। তার পর আর অনুশীলন হবে না। সেটাই আমরা করছিলাম।”
অর্শদীপ জানিয়েছেন, অনুশীলন শেষ করার একটা নতুন পদ্ধতি শিখেছেন মর্কেল। সেটাই বাকিদের উপর প্রয়োগ করছিলেন তিনি। সেই কারণেই কুস্তি লড়ছিলেন তাঁরা। অর্শদীপ বলেন, “অনুশীলন শেষ করার একটা নতুন পদ্ধতি শিখেছে মর্কেল ভাই। সেটাই করে দেখাচ্ছিল। তাই ও ‘অনুশীলন হবে না’ বলে চিৎকার করছিল।”
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের শুরুটা ভাল হয়নি ভারতের। হেডিংলেতে হেরেছে তারা। সেই টেস্টে খেলেননি আকাশ ও অর্শদীপ। তবে এজবাস্টনে দ্বিতীয় টেস্টের আগে তাঁদের নেটে দীর্ঘ ক্ষণ ব্যাট করতে দেখা গিয়েছে। হেডিংলেতে জসপ্রীত বুমরাহ ভাল বল করেছেন। প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিনি। এজবাস্টনে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে। পাশাপাশি প্রসিদ্ধ কৃষ্ণ ও মহম্মদ সিরাজ এমন কিছু ভাল বল করতে পারেননি। তাই এজবাস্টনে আকাশ ও অর্শদীপের খেলার সম্ভাবনা রয়েছে। তার আগে কোচের সঙ্গে খুনসুটিতে মাতলেন দুই পেসার।