ভারতের অন্যতম সেরা বোলার হলেও চোট পিছু ছাড়ে না জসপ্রীত বুমরাহের। মাঝেমাঝেই চোট পান। সে কারণে তাঁকে ইংল্যান্ড সিরিজ়ে সব টেস্টে খেলানো হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুমরাহের ঘন ঘন চোট পাওয়ার নেপথ্যে ভারতীয় বোর্ডেরই দোষ দেখছেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর মতে, ক্রীড়াবিজ্ঞান এবং প্রযুক্তির সঠিক ব্যবহার হয় না বলেই বার বার চোট পান বুমরাহ।
এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে অশ্বিন বলেছেন, “বুমরাহের ক্ষেত্রে আমরা সে ভাবে ক্রীড়াবিজ্ঞান এবং প্রযুক্তি ব্যবহারই করিনি। এই মুহূর্তে পুরোটাই ধোঁয়াশায় ঢাকা। অস্ট্রেলিয়ায় গিয়ে মেলবোর্ন টেস্টের আগে পর্যন্ত জস্সি জানায়নি যে ও ক্লান্ত এবং শরীর এই চাপ আর নিতে পারছে না।”
অশ্বিনের সংযোজন, “সিডনিতেই ওর শরীর ভেঙে পড়ে। ওই ঘটনা থেকে অনেক শিক্ষা পাওয়ার আছে। ওখান থেকেই বুঝে নেওয়া দরকার ছিল যে ইংল্যান্ডে ওকে কী ভাবে ব্যবহার করা হবে। ও তিনটে টেস্ট খেলবে না চারটে, সেটা এখানে আসল বিষয়ই নয়।
শোনা যাচ্ছে, ইংল্যান্ডে তিনটি টেস্ট খেলতে পারেন বুমরাহ। সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন অশ্বিন। বলেছেন, “কেন দুটো বা চারটে টেস্ট নয়? এখন তো আমরা সব কিছু আগে বলে দিতে পারি। তা হলে জস্সির শারীরিক ক্ষমতা খতিয়ে দেখে নিখুঁত পর্যবেক্ষণ করা উচিত। প্রতি দিন অনুশীলনের পর ওর শারীরিক অবস্থা খতিয়ে দেখতে হবে। প্রতিটা সেশন নজরে রাখতে হবে।”