ম্যাচের পর টেনিস কোর্টে বিবাদে জড়ালেন দুই খেলোয়াড়। স্টুটগার্ট ওপেনে প্রথম রাউন্ডে মুখোমুখি হয়েছিলেন ইটালির ফ্যাবিয়ো ফগনিনি এবং ফ্রান্সের কোরেন্তিন মৌতেত। তিন সেটের লড়াই হেরে মেজাজ ঠিক রাখতে পারেননি ফগনিনি। প্রতিপক্ষ মৌতেতকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন তিনি। চুপ থাকেননি মৌতেত। তিনিও জবাব দেন ফগনিনিকে।
প্রথম সেট জেতেন মৌতেত। দ্বিতীয় সেটে ফিরে আসেন ফগনিনি। টাইব্রেকারে জেতেন তিনি। তৃতীয় সেট আবার নিজের নামে করেন মৌতেত। শেষ পর্যন্ত ৬-৪, ৬-৭, ৬-৩ জেতেন তিনি। খেলা শেষে দুই খেলোয়াড় নেটে হাত মেলাতে আসেন। হাত মেলানোর পর ফগনিনি মৌতেতের দিকে তাকিয়ে ছিলেন কিছু বলার জন্য। কিন্তু মৌতেত মুখ ফিরিয়ে নেন। তাতে মেজাজ হারান ফগনিনি। অশ্রাব্য ভাষায় গালাগাল করেন তিনি। সেটা শুনে পাল্টা মৌতেতও তাঁকে কিছু বলেন। তবে তিনি কোনও খারাপ ভাষা ব্যবহার করেননি। পরে চেয়ার আম্পায়ার হস্তক্ষেপ করেন। তাঁর কথা শুনে দুই খেলোয়াড় দু’দিকে চলে যান। শুরুটা করেছিলেন ফগনিনি। তাই সমাজমাধ্যমে তাঁর সমালোচনা শুরু হয়েছে। তাঁর শাস্তির দাবি করেছেন অনেকে।
ফগনিনি অবশ্য এর আগেও বিতর্কে জড়িয়েছেন। ২০১৭ সালে ইউএস ওপেনে ডবলস ম্যাচ খেলার সময় চেয়ার আম্পায়ারকে গালিগালাজ করেছিলেন ইটালির খেলোয়াড়। ফলে তাঁকে প্রতিযোগিতা থেকে বার করে দেওয়া হয়েছিল। পরে টোকিয়ো অলিম্পিক্সে খেলার সময় সমকাম-বিরোধী মন্তব্য করেছিলেন তিনি। সে বার অলিম্পিক্সে অংশ নেওয়া খেলোয়াড়েরাই প্রতিবাদ করেছিলেন। বিষয়টা ভাল ভাবে নেয়নি অলিম্পিক্স সংস্থাও। বাধ্য হয়ে প্রকাশ্যে ক্ষমা চাইতে হয়েছিল ফগনিনিকে। কিন্তু সেখান থেকে যে তিনি শিক্ষা নেননি তা তাঁর এই কাণ্ড থেকে স্পষ্ট।
কয়েক দিন আগে ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ডে নোভাক জোকোভিচের বিরুদ্ধে খেলেছিলেন মৌতেত। জোকোভিচের কাছে হেরে বিদায় নেন তিনি। স্টুটগার্ট ওপেনের দ্বিতীয় রাউন্ডেও কঠিন চ্যালেঞ্জ ফরাসি খেলোয়াড়ের সামনে। জার্মানির আলেকজ়ান্ডার জ়েরেভের বিরুদ্ধে খেলবেন তিনি। এই প্রতিযোগিতা জয়ের সবচেয়ে বড় দাবিদার জ়েরেভ। বিশ্বের তৃতীয় বাছাই পুরুষ তারকার বিরুদ্ধে মৌতেত কেমন খেলেন সে দিকে নজর থাকবে অনেকের।