ফরাসি ওপেনের ডবলসে ভারতের দুই খেলোয়াড় রোহন বোপান্না ও ইয়ুকি ভাম্বরি তৃতীয় রাউন্ডে উঠেছিলেন। আশা জাগাচ্ছিলেন তাঁরা। তবে তৃতীয় রাউন্ডেই তাঁরা নিজেদের ম্যাচ হেরেছেন। তার ফলে এ বারের ফরাসি ওপেনে শেষ হয়ে গেল ভারতের লড়াই।
আমেরিকার খেলোয়াড় রবার্ট গ্যালোয়ের সঙ্গে জুটি বেঁধে নেমেছিলেন ভাম্বরি। তৃতীয় রাউন্ডে তাঁদের সামনে ছিলেন নবম বাছাই ইভান কিং ও ক্রিশ্চিয়ান হ্যারিসন। আমেরিকার জুটির কাছে স্ট্রেট সেটে (৪-৬, ৪-৬) হারলেন ভাম্বরিরা।
সার্ভিস সমস্যায় ফেলল ভাম্বরিদের। তিনটে ডবল ফল্ট করলেন তাঁরা। দুই সেটে দু’বার তাঁদের সার্ভিস ভাঙলেন প্রতিপক্ষ। ভাম্বরিরা অবশ্য আমেরিকার জুটির সার্ভিস ভাঙার একটাও সুযোগ পাননি। তারই খেসারত দিতে হল ভাম্বরিদের। স্ট্রেট সেটে হেরে বিদায় নিলেন তাঁরা।
ভাম্বরিদের ম্যাচের পর ছিস বোপান্নাদের ম্যাচ। চেকিয়ার অ্যাডাম পাভলাসেকের সঙ্গে জুটি বেঁধে নেমেছিলেন ভারতীয় খেলোয়াড়। তাঁদের প্রতিপক্ষ ছিলেন দ্বিতীয় বাছাই গ্রেট ব্রিটেনের হেনরি প্যাটার্ল ও ফিনল্যান্ডের হ্যারি হেলিওভারা। শুরু থেকেই দাপট দেখান হেনরিরা। প্রথম সেটে একের পর এক গেম জিতে ৫-১ এগিয়ে যান তাঁরা। বোপান্নাদের সার্ভিস দু’বার ভাঙেন তাঁরা। সেখান থেকে ফিরতে পারেননি বোপান্নারা। দ্বিতীয় সেটে অবশ্য লড়াই করেছিলেন বোপান্না ও অ্যাডাম। সেই সেট গড়ায় টাইব্রেকারে। সেখানেও হারতে হয় বোপান্নাদের। স্ট্রেট সেটে (২-৬, ৬-৭) হেরে বিদায় নেন গত বছর ডবলসে অস্ট্রেলিয়ান ওপেনজয়ী ৪৫ ওভারের বোপান্না।
ফরাসি ওপেনের জুনিয়র প্রতিযোগিতার প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছেন মানস ধামনে। যোগ্যতা অর্জন করে লাল সুরকির কোর্টে খেলতে নেমেছিলেন ১৭ বছরের খেলোয়াড়। কিন্তু প্রথম রাউন্ডে আমেরিকার রনিত কারকির কাছে স্ট্রেট সেটে (৫-৭, ৩-৬) হারেন তিনি। ফলে ফরাসি ওপেনে আর কোনও ভারতীয় প্রতিযোগী থাকলেন না। এ বারের মতো শেষ হয়ে গেল ভারতের লড়াই। া