দাঁতনে দুর্ঘটনায় জখম হলো ছয় জন। বুধবার কলকাতার দিক থেকে একটি প্রাইভেট গাড়ি জাতীয় সড়ক ধরে ওড়িশার দিকে যাচ্ছিল। দাঁতনের মনোহরপুর বাজারে ঢুকতেই জাতীয় সড়কের ধারে থাকা গার্ডরেলে সজরে ধাক্কা মারে ওই প্রাইভেট গাড়িটি। এর ফলে গার্ডরেল ভেঙ্গে বাজারের ফলের দোকানে ঢুকে যায় গাড়িটি। ঘটনায় ওই ফলের দোকানে থাকা ক্রেতা সহ একাধিক জনকে গাড়িটি ধাক্কা মারে। ঘটনায় প্রাইভেট গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। বিকট শব্দ শুনে স্থানীয় দোকানদাররা ঘটনাস্থলে ছুটে আসে। রক্তাক্ত অবস্থায় জখম ৬ জনকে উদ্ধার করে দাঁতন গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।

এদিকে ঘটনার পর জাতীয় সড়ক কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে। খবর পেয়ে দাঁতন থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানজট মুক্ত করে। ইতিমধ্যে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত প্রাইভেট গাড়িটিকে উদ্ধার করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
