সীমান্তে সংঘর্ষবিরতি হয়ে গেলেও খেলার মাঠে ভারত-পাকিস্তানের মধ্যে এখনও সংঘর্ষবিরতি হয়নি। জুনিয়র ডেভিস কাপে সেটা দেখা গেল। ভারতীয় খেলোয়াড়ের সঙ্গে হাত মেলাতে গিয়ে ‘অসভ্যতা’ করল পাক খেলোয়াড়।
অনূর্ধ্ব-১৬ জুনিয়র ডেভিস কাপে ভারতের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। শনিবার কাজাখস্তানে ছিল সেই ম্যাচ। ২-০ ফলে পাকিস্তানকে হারায় ভারত। প্রকাশ সারন ও তবিশ পাহওয়া নিজেদের ম্যাচ জেতে।
সেই ম্যাচের তিন দিন পরে সমাজমাধ্যমে একটা ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ম্যাচ শেষে নেটের কাছে দাঁড়িয়ে রয়েছে ভারতীয় খেলোয়াড়। পাকিস্তানের খেলোয়াড় সেখানে এসে সাধারণ ভাবে হাত মেলায়নি। জোরে হাতে তালি দেওয়ার চেষ্টা করে সে। প্রথমে দুই খেলোয়াড়ের হাতে হাত লাগেনি। তার পরে আরও দু’বারের চেষ্টায় হাত মেলায় পাক খেলোয়াড়। তবে প্রতি বারই একই ভঙ্গিতে হাত মেলানোর চেষ্টা করে পাক টেনিস খেলোয়াড়। এত জোরে সে হাত মেলানোর চেষ্টা করে তাতে হাতে লাগার সম্ভাবনা ছিল ভারতীয় খেলোয়াড়ের।
পাক খেলোয়াড়ের এই হাত মেলানোর ধরন ভাল ভাবে নেয়নি ভারতীয় সমর্থকেরা। সমালোচনা করেছেন সকলে। আরও এক বার পাকিস্তানের সঙ্গে সব রকম খেলা বন্ধ করার অনুরোধ করেছেন তাঁরা। পাক খেলোয়াড় ‘অসভ্যতা’ করলেও ভারতীয় খেলোয়াড় কিন্তু ধৈর্য ধরে এক জায়গায় দাঁড়িয়েছিল। সে পাল্টা কিছু করেনি।
গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলা হয়। জঙ্গিদের হাতে অন্তত ২৬ পর্যটকের মৃত্যু হয়। সেই হামলার জবাব ভারতীয় সেনা ‘অপারেশন সিঁদুর’ চালায়। পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা করা হয়। তার পর কয়েক দিন সীমান্ত উত্তপ্ত ছিল। পাকিস্তানও ভারতের পাল্টা ড্রোন হামলা করে। কয়েক দিন পরে সংঘর্ষবিরতি হয়ে গেলেও খেলার মাঠে যে উত্তাপ এখনও কমেনি তা এই ঘটনা থেকে বোঝা যাচ্ছে।