বিদেশি ছাত্রদের ভর্তির বিষয়ে বিধিনিষেধ আরোপ করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার হার্ভার্ডের পরিচালন সমিতির প্রেসিডেন্ট অ্যালান এম গার্বার বলেন, ‘‘সরকারের পদক্ষেপ বেআইনি এবং অযৌক্তিক।’’ ট্রাম্প সরকারের পদক্ষেপের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে তাঁরা ইতিমধ্যেই আদালতে আইনি আবেদন দাখিল করেছেন বলেও জানান অ্যালান।
বৃহস্পতিবা ট্রাম্প সরকার জানায়, ছ’দফা শর্ত না মানলে আগামী শিক্ষাবর্ষে বিদেশ থেকে আর পড়ুয়াদের ভর্তি নিতে পারবে না হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। পাশাপাশি জানানো হয়, এই বিশ্ববিদ্যালয়ে এখন যে সব বিদেশি পড়ুয়া পড়াশোনা করছেন, তাঁদের দ্রুত অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে। নয়তো তাঁদের ভিসা বাতিল করা হবে। এর পরেই শুক্রবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র জেসন নিউটন সরকারের ওই পদক্ষেপের নিন্দা করেছিলেন।
ট্রাম্প সরকার বিদেশি পড়ুয়া ভর্তির ক্ষেত্রে ছ’দফা শর্ত দিয়েছে হার্ভার্ড কর্তৃপক্ষকে। নির্দেশিকায় জানানো হয়েছে, ৭২ ঘণ্টার মধ্যে বিদেশি পড়ুয়াদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য দিলে তারা আবার নতুন শিক্ষাবর্ষে বিদেশি পড়ুয়াদের ভর্তি নিতে পারবে। ‘স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিসিটর প্রোগ্রাম’-এর শংসাপত্র প্রত্যাহার করা হবে না। বৃহস্পতিবার, ২২ মে বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়ে এই শংসাপত্র প্রত্যাহারের কথা জানিয়েছিল আমেরিকার নিরাপত্তা সচিব ক্রিস্টি নোয়াম। তার পরেই শুরু হয় বিতর্ক।