ফের ঘুর্ণিঝড়ের আতঙ্ক। বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘুর্ণাবর্ত। এতটাই যে, ধাপে ধাপে সেই ঘুর্ণাবত প্রবল ঘুর্ণিঝড়ের রূপ নিতে পারে। তেমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
1/7

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: ফের ঘুর্ণিঝড়ের ভ্রুকুটি! সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম হবে ‘শক্তি’। ফেসবুকে পোস্টে আশঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।
2/7

আজ, রবিবার ফেসবুকে পলাশ লিখেছেন, ব্রেকিং নিউজ, মে মাসের ২৩ তারিখ থেকে ২৮ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে।
3/7

স্রেফ পোস্টই নয়, ফেসবুকে একটি ফটোকার্ডও পোস্ট করেছেন তিনি। তাতে বলা হয়েছে, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে মে মাসের ২৩ তারিখ থেকে ২৮ তারিখের মধ্যে। সম্ভাব্য় ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে শ্রীলঙ্কা। নাম, ‘শক্তি’।
4/7

কামালের দাবি, ২৪ থেকে ২৬ ভারতের ওড়িশা ও বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মাঝে কোনও একটি স্থানে আছড়ে পড়ার আশঙ্কা। তবে পশ্চিমবঙ্গ ও খুলনা বিভাগের ওপর দিয়ে ঘুর্ণিঝড়ের স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনাই বেশি।
5/7

১৬ থেকে ১৮ মে মধ্যে বঙ্গোপসাগরে যে ঘুর্ণাবর্ত তৈরি হতে পারে, সেকথা অবশ্য আগেই জানিয়েছিল বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। বলা হয়েছিল, ধাপে ধাপে যেই ঘুর্ণাবর্ত লঘুচাপ, নিম্নচাপ, গভীর নিম্নচাপ হয়ে শেষে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।
6/7

ঘূর্ণিঝড়টি যদি বাংলাদেশের দিকে এগিয়ে আসে, তাহলে উপকূলে ঝড়ো হাওয়া, ভারী বৃষ্টি এবং জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে।
7/7
